মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

মেসির অভিষেক নায়ক এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক

মেসির অভিষেক নায়ক এমবাপ্পে

নতুন জার্সি। নতুন মেসি। কিন্তু পুরনো জৌলুস ঠিকই ধরে রাখলেন। বল পায়ে কারিকুরি দেখিয়ে ভক্তদের মুগ্ধ করলেন। তবে পিএসজির জার্সিতে আর্জেন্টাইন তারকাকে দেখতে বেশ অদ্ভূতই লেগেছে দর্শকদের। মেসি বার্সেলোনার, বার্সেলোনা মেসির। এতদিন এটাই ছিল বদ্ধমূল ধারণা। সে ধারণা বদলে তিনি পাড়ি জমালেন পিএসজিতে। ফ্রান্সের মাটিতেও অবশ্য মেসির কদর কম হলো না। রেইমসের সমর্থকরাও ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে অভিবাদন জানিয়েছেন রাজার মতো।

ম্যাচের ৬৬তম মিনিটে ব্রাজিলিয়ান তারকা নেইমারের পরিবর্তে মেসিকে মাঠে নামিয়ে দেন পিএসজি কোচ মরিসিও পোচেত্তিনো। মাঠে নামার আগে নেইমারের সঙ্গে আলিঙ্গন করে নেন মেসি। মাঠে নেমেই ফুটবল নিয়ে মেতে উঠেন তিনি। সতীর্থরাও বার বার বল বাড়িয়েছেন আর্জেন্টাইন তারকার দিকে। অবশ্য সাবেক বার্সা তারকা সেরা ফর্মে নেই বলেই মনে করেন কোচ পোচেত্তিনো। তিনি ম্যাচ শেষে বলেছেন, ‘মেসি সেরা ফর্মে নেই। তার কিছুটা সময়ের প্রয়োজন।’

এদিকে মেসির রাজকীয় অভিষেকে নায়ক ছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। মেসি মাঠে নামার আগেই দুটি গোল করে দলের জয় নিশ্চিত করে নিয়েছিলেন বিশ্বকাপজয়ী এই তরুণ তারকা। ম্যাচের ১৬ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার এসিস্টে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। এরপর আশরাফ হাকিমির এসিস্টে ম্যাচের ৬৩ মিনিটে দ্বিতীয় গোলটি করেন তিনি। লিগে টানা চার জয়ে দুরন্ত সূচনা করেছে পিএসজি।

গতবার লিলির কাছে লিগ শিরোপা হারিয়েছিল দলটা। এবার শিরোপা পুনরুদ্ধারে কোনো কমতি রাখতে রাজি নন মরিসিও পোচেত্তিনো। পাশাপাশি তার সামনে চ্যাম্পিয়ন্স লিগের চ্যালেঞ্জও অপেক্ষা করছে। অবশ্য সবকিছুর আগে তিনি মেসির কাছ থেকে সেরাটা পেতে চান। পিএসজি কোচ বলেন, ‘তার কাছ থেকে সেরাটা পাওয়ার অপেক্ষায় আছি। আমি খুবই আনন্দিত যে তার অভিষেক হয়েছে। অভিষেকে জয় পাওয়াটা মেসির জন্য ভালো হলো।’

সর্বশেষ খবর