বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
বিসিবির সভা আজ

অক্টোবরেই নির্বাচন!

১০ সেপ্টেম্বরের মধ্যে টি-২০ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডের নাম দিতে হবে। টাইগার কোচ রাসেল ডমিঙ্গো ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ চেয়েছিলেন নিউজিল্যান্ড সিরিজের আগে যেন চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন

ক্রীড়া প্রতিবেদক

অক্টোবরেই নির্বাচন!

চার বছর পর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। ওই সভায় ১৬৬ কাউন্সিলরের মধ্যে উপস্থিত ছিলেন ১২৬ জন। তাদের উপস্থিতিতে বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, ১ সেপ্টেম্বর পরিচালনা পর্ষদের সভায় বিসিবির পরের নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে। আজ বিসিবির বহুল আলোচিত সভা। সভার দিকে থাকছে সবার নজর। কবে নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে? বিসিবি সভাপতি ইঙ্গিত দিয়েছিলেন আগামী দুই মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্ভাব্য তারিখ হিসেবে অনেকেই মনে করছেন, মধ্য অক্টোবরের মধ্যে যে কোনো একদিন। আজকের সভায় অবশ্য টি-২০ বিশ্বকাপের ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াডও চূড়ান্ত করা হবে।

২৬ আগস্ট বৃহস্পতিবার এজিএম ২০১৭ সালের পর অনুষ্ঠিত হয়। সভায় সব কাউন্সিলর উপস্থিত হতে পারেননি। সেদিনের সভায় সভাপতির ভাষণে নাজমুল হাসান জানিয়েছিলেন, ডাক্তারের পরামর্শে তিনি বিসিবির সভাপতির পদে থাকতে আগ্রহী নন। কারণ, মানসিক চাপ থাকে অনেক। এখন কথা হচ্ছে, আসলেই কি বিসিবির পরবর্তী সভাপতি পদে তিনি থাকবেন না? নাকি, নতুন কাউকে দেখা যাবে। তবে কাউন্সিলরদের অনেকেই বলেছেন, তিনিই বিসিবির পরবর্তী সভাপতি হবেন। কারণ, এজিএমের দিনই কাউন্সিলরা তাকে পরেরবারও দায়িত্ব নেওয়ার অনুরোধ করেছেন।

১০ সেপ্টেম্বরের মধ্যে টি-২০ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডের নাম দিতে হবে। টাইগার কোচ রাসেল ডমিঙ্গো ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ চেয়েছিলেন নিউজিল্যান্ড সিরিজের আগে যেন চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন। তাদের যুক্তি ছিল, এতে করে ক্রিকেটাররা নির্ভার ক্রিকেট খেলতে পারবেন। আজই হয়তো টি-২০ বিসিবি সভাপতি চূড়ান্ত করবেন বিশ্বকাপ স্কোয়াড। মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন তিন সদস্যের নির্বাচক প্যানেল বিশ্বকাপ স্কোয়াড জমা দিয়েছেন।    

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর