বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

প্রস্তুতি নিতে নেপাল যাচ্ছেন সাবিনারা

ক্রীড়া প্রতিবেদক

উজবেকিস্তানে এশিয়ান কাপ বাছাইপর্ব খেলবেন সাবিনা খাতুনরা। ‘জি’ গ্রুপে প্রতিপক্ষ র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যের দুই দেশ জর্ডান ও ইরান। ১৯ ও ২২ সেপ্টেম্বর সাবিনারা মুখোমুখি হবেন জর্ডান ও ইরানের। বাছাইপর্বে খেলতে নামার আগে নেপালের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে গোলাম রব্বানী ছোটনের দল। ৯ ও ১২ সেপ্টেম্বর ম্যাচ দুটি খেলতে ২৩ সদস্যের স্কোয়াড নেপাল যাচ্ছে আগামী সোমবার। দলে নতুন তিন মুখ সোহাগী কিসকু, সাথী বিশ্বাস ও নাসরিন আক্তার। বাছাইপর্বের দুই প্রতিপক্ষ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। বাংলাদেশ ১৩৭, জর্ডান ৬৩ ও ইরান ৭২। বাংলাদেশ সর্বশেষ এশিয়ান কাপ বাছাইপর্ব খেলেছিল ২০১৪ সালে। সেবার ঘরের মাঠে থাইল্যান্ডের কাছে ৯-০, ইরানের কাছে ২-০ এবং ফিলিপাইনের কাছে ৪-০ গোলে হেরেছিল। গতকাল সংবাদ সম্মেলনে সাবিনা খাতুন বলেন, ‘আমরা দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ম্যাচ খেলিনি। নেপালে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের সামর্থ্য যাচাই করে নিতে পারব।’ কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘মেয়েরা দীর্ঘদিন ম্যাচের বাইরে ছিল। নেপালেই আমাদের ভুলত্রুটি বেরিয়ে আসবে। আশা করি সেগুলো শুধরে নিতে পারব।’

সর্বশেষ খবর