বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সরে দাঁড়ালেন তামিম

বেশ কিছুদিন ধরে খেলছি না এই ফরমেটে। দ্বিতীয়ত, ইনজুরি। যদিও ইনজুরি আমার মনে হয় না অত বড় সমস্যা। সবশেষ ১৫-১৬টা টি-২০ খেলিনি। আমার স্থানে যারা খেলছিল হঠাৎ করে এসে ওদের জায়গাটা নিয়ে নেওয়াটা উচিত হবে না। আমার সিদ্ধান্তে অটল থাকব।’

ক্রীড়া প্রতিবেদক

সরে দাঁড়ালেন তামিম

টি-২০ ক্রিকেটে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপের প্রথম পর্বে ওমানের বিপক্ষে তিন অংকের জাদুকরী ইনিংসটি খেলেছিলেন বাঁ হাতি ওপেনার। বর্তমানে টাইগারদের ওয়ানডে অধিনায়ক। আসন্ন টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে বিসিবি যে চূড়ান্ত স্কোয়াড তৈরি করেছিল, তাতে ছিলেন তামিমও। কিন্তু সবাইকে চমকে দেন বিসিবির বহুল অলোচিত সভা শুরুর আগে। নিজের ফেসবুকের ভ্যারিফায়েড পেজ থেকে ভিডিও বার্তায়  আসন্ন টি-২০ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। 

তামিমের সরে দাঁড়ানোর বিষয়টি ঠান্ডা মাথায় মেনে নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ওয়ানডে অধিনায়কের সিদ্ধান্তকে সাধুবাদ জানান, ‘এটা একান্তই তামিমের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমি মনে করি সে চাইলেই খেলতে পারতো।’ টি-২০ বিশ্বকাপ না খেলায় তাকে টি-২০ চুক্তি থেকে বাদ দেওয়ার কথা জানান বিসিবি সভাপতি, ‘যেহেতু সে টি-২০ বিশ্বকাপ খেলবে না। তাই তাকে টি-২০ চুক্তিতে রাখা হয়নি।’ বিসিবির সঙ্গে ক্রিকেটারদের চুক্তি হয় সাধারণত সাদা ও লাল বলে। এখন প্রশ্ন উঠেছে, তাহলে কি তামিম ওয়ানডে চুক্তিতে থাকবেন?

২০০৭ সাল থেকে নিয়মিত টি-২০ বিশ্বকাপ খেলেছেন তামিম। গুঞ্জন, টাইগার ওয়ানডে অধিনায়কের টি-২০ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কারণ, কোচ রাসেল ডমিঙ্গো ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে তার সম্পর্ক মধুর নয়। নতুনদের দলে জায়গা দিতে চাইছেন টাইগার কোচ। এছাড়া তার ফিটনেস নিয়েও প্রশ্ন উঠেছে। টি-২০ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে ভিডিও বার্তায় তমিম বলেন, ‘কিছুক্ষণ আগে আমি বোর্ড সভাপতি ও প্রধান নির্বাচককে ফোন করে বলেছি যে আমার মনে হয় না, বিশ্বকাপ দলে আমার থাকা উচিত। একটা বড় কারণ, বেশ কিছুদিন ধরে খেলছি না এই ফরমেটে। দ্বিতীয়ত, ইনজুরি। যদিও ইনজুরি আমার মনে হয় না অত বড় সমস্যা। সবশেষ ১৫-১৬টা টি-২০ খেলিনি। আমার স্থানে যারা খেলছিল হঠাৎ করে এসে ওদের জায়গাটা নিয়ে নেওয়াটা উচিত হবে না। আমার সিদ্ধান্তে অটল থাকব। এখানে কোনো বিতর্ক নেই।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর