শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

আলোচনায় তারিক কাজী

ক্রীড়া প্রতিবেদক

আলোচনায় তারিক কাজী

ডেনমার্ক প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়ার জাতীয় দলে অভিষেক হয়েছে ২০১৩ সালে। প্রথমে সংশয় ছিল জামাল ভূঁইয়া অপরিচিত পরিবেশ ও অচেনা সতীর্থদের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবেন কি না। চোখ ধাঁধানো নৈপুণ্য প্রদর্শন করে জামাল জাতীয় দলে তাঁর জায়গা শুধু পাকাপোক্ত করেননি অধিনায়কেরও দায়িত্ব পালন করছেন। সময়ের বিবর্তনে জামালই হয়ে ওঠেন ঘরোয়া ও আন্তর্জাতিক আসরে অপরিহার্য ফুটবলার। তাঁকে ছাড়া বাংলাদেশ জাতীয় দল চিন্তাই করা যায় না।

বাংলাদেশের দ্বিতীয় প্রবাসী ফুটবলার হচ্ছেন তারিক কাজী। ফিনল্যান্ডে বসবাসরত এ ফুটবলারকে বসুন্ধরা কিংসই ঢাকায় আনে। ঘরোয়া আসরে তার পারফরম্যান্স দেখে জাতীয় দলে ডাকা হয়। বিশ্বকাপ বাছাইপর্বে দ্বিতীয় লেগে তার অভিষেক হয়। সত্যি বলতে কি ঢাকায় তারিকের শুরুটা ছিল হতাশার। অনুশীলনে ভালো না করায় স্প্যানিশ কোচ অস্কারই তারিককে বেস্ট ইলেভেনের বদলে কিংসের সাইড লাইনে বসিয়ে রাখতেন। সেই তারিকই এখন বসুন্ধরা নয় জাতীয় দলের নির্ভরযোগ্য হয়ে উঠেছেন। জামালের মতো তিনিও তাঁর পজিশন পাকাপোক্ত করে ফেলেছেন। এবার কিংসের লিগ জয়ের পেছনে বড় ভূমিকা রাখেন ফিনল্যান্ড প্রবাসী এ ফুটবলার। এএফসি কাপে বিতর্কিত রেফারিংয়ে বসুন্ধরা কিংস পরবর্তী রাউন্ডে যেতে পারেননি। কিন্তু প্রতিটি ম্যাচে তারিক আস্থার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

জাতীয় দল ঘিরে এতদিন শুধু জামালকে নিয়েই আলোচনা হতো। সেই জায়গায় ভাগ বসিয়েছেন তারিকও।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর