শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

২৮ বছর পর স্পেনের হার

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ বাছাই পর্বে দীর্ঘ ২৮ বছর কোনো ম্যাচে পরাজিত হয়নি স্পেন। ১৯৯৩ সালের মার্চে কোপেনহেগেনে ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরেছিল স্পেন। এরপর থেকে বাছাই পর্বে তারা টানা ৬৬ ম্যাচ অপরাজিত। এর মধ্যে ৫২ ম্যাচেই জয় পেয়েছে স্পেন। ড্র করেছে ১৪ ম্যাচে। অবশেষে স্পেনকে পরাজিত করল সুইডেন। বৃহস্পতিবার তারা পিছিয়ে পড়েও সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়েছে। কার্লোস সোলারের গোলে এগিয়ে গিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি স্পেন। এ জয়ে সুইডিশরা বি গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখলে নিল। ইউরোপীয়ান অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে ইংল্যান্ড ৪-০ গোলে হারিয়েছে হাঙ্গেরিকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর