রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

নতুন টুর্নামেন্ট নতুন কৌশল

বাংলাদেশ-ফিলিস্তিন মুখোমুখি আজ

ক্রীড়া প্রতিবেদক

নতুন টুর্নামেন্ট নতুন কৌশল

নতুন টুর্নামেন্ট। নতুন বাংলাদেশের দেখা মিলবে সেই অপেক্ষায় আছে ফুটবলপ্রেমীরা। বিশকেকে ত্রিদেশীয় টুর্নামেন্টে আজই জামাল ভূঁইয়াদের মিশন শুরু হচ্ছে। প্রতিপক্ষ ফিলিস্তিন। রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে। ফিলিস্তিন তাদের প্রথম ম্যাচে স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরে যায়। সেক্ষেত্রে বাংলাদেশ আজ জিতলে ফাইনাল খেলার সম্ভাবনা থাকবে। ৭ সেপ্টেম্বর কিরগিজ জাতীয় ও ৯ সেপ্টেম্বর অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে লড়বেন জেমি ডের শিষ্যরা। টুর্নামেন্টটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সামনেই মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপ। জাতীয় দলের ব্যর্থতা ঘিরে যে সমালোচনার ঝড় বইছে। তা মূলত সাফ চ্যাম্পিয়নশিপ ঘিরে। টানা পাঁচ আসরে গ্রুপ পর্ব থেকে বিদায়। এরচেয়ে বড় লজ্জা আর কি হতে পারে?

২০০৩ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নের পর আন্তর্জাতিক আসরে বাংলাদেশের কোনো শিরোপা নেই। ফিফা র‌্যাঙ্কিংয়ে ভুটানের নিচে নেমে যাওয়ায় জাতীয় দল ঘিরে কারোর আগ্রহ নেই। বাফুফে চাচ্ছে সমালোচনা সামাল দিতে এবার সাফে জ্বলে ওঠা। ত্রিদেশীয় টুর্নামেন্ট দিয়েই বাংলাদেশের প্রস্তুতি শুরু হয়ে গেছে। যদিও প্রতিপক্ষরা কেউ সাফে নেই। তবুও নিজেদের ভুলত্রুটি শোধরানের সুযোগ তো থাকছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ফুটবলারদের উৎসাহ দিতে কিরগিজস্তানে ছুটে গেছেন। সাফের প্রস্তুতির পাশাপাশি তিনি চান শিরোপা। তাহলে আত্মবিশ্বাস নিয়ে সাফে নামতে পারবে।

বাংলাদেশের তুলনায় ফিলিস্তিনরা অনেক শক্তিশালী। ফিফা র‌্যাঙ্কিংয়ে তা প্রমাণ মিলে। ফিলিস্তিনের ১০২ নম্বরে অবস্থান হলেও বাংলাদেশ পড়ে আছে ১৮৮তে। আগের দুই ম্যাচে দুটোতেই হার বাংলাদেশের। কিরগিজস্তানের অবস্থান ১০১ নম্বরে। তবে অধিনায়ক জামাল বলেন, ‘আমরা নতুন কৌশলে খেলব। ওদের খেলা দেখেছি। কিভাবে ঠেকানো যায় সেই কৌশলই প্রয়োগ করব।’ আজকের ম্যাচ ঘিরে আগ্রহ যে একেবারে নেই তাও বলা যাবে না। নতুন দুই প্রবাসী দলে ডাক পেয়েছেন। তারা যদি সেরা একাদশে সুযোগ পান প্রবাসীর সংখ্যা দাঁড়াবে চারে। ফুটবলে নতুন বাংলাদেশের দেখা মিলবে কি সেটাই অপেক্ষা।

সর্বশেষ খবর