শিরোনাম
রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ব্রাজিল-আর্জেন্টিনার সুপারক্ল্যাসিকো

ক্রীড়া ডেস্ক

ব্রাজিল-আর্জেন্টিনার সুপারক্ল্যাসিকো

কোপা আমেরিকা ফাইনালের একটি মুহূর্ত। আজ ফের মুখোমুখি হচ্ছেন দুজন

আর্জেন্টিনার সামনে দারুণ এক সুযোগ অপেক্ষা করছে। ১৯৪৫ সালের পর প্রথমবারের মতো ব্রাজিলের বিপক্ষে টানা তিন ম্যাচ জয় করতে পারে আলবেসিলেস্তরা। ২০১৯ সালে রিয়াদের কিং সৌদ স্টেডিয়ামে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা। এরপর গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালেও নেইমারদের হারিয়ে দেন মেসিরা। টানা দুই জয়ের সুখস্মৃতি নিয়েই আজ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে ল্যাটিন ফুটবলের দুই পরাশক্তি। গত কোপা আমেরিকা ফাইনালে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সুযোগ ব্রাজিলের সামনে।

সুপার ক্ল্যাসিকোতে ১০৯ নম্বর লড়াইয়ে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা। ১০৮ ম্যাচের ৪৩টিতে জয় পেয়েছে ব্রাজিল। ৪০টিতে জয় পেয়েছে আর্জেন্টিনা। অবশ্য এর বাইরেও ১৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। তবে সেগুলো অফিশিয়াল স্বীকৃতি পায়নি। আনঅফিশিয়াল ম্যাচগুলোর মধ্যে ১৪ বারই জিতেছে আর্জেন্টিনা। দুবার জিতেছে ব্রাজিল। আগের ফলাফলগুলোই বলছে, দুই দলের লড়াই কী পরিমাণ উত্তাপ ছড়াতে পারে! পিএসজির দুই সতীর্থ মেসি ও নেইমার আজ দুজনের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামছেন। বিশ্বকাপ বাছাইপর্বে ল্যাটিন অঞ্চলের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে ব্রাজিল (৭ ম্যাচে ২১ পয়েন্ট)। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুয়ে আছে আর্জেন্টিনা।

সর্বশেষ খবর