সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

টানা দুই ড্র বিপদে ফ্রান্স

নেদারল্যান্ডসের বড় জয়

ক্রীড়া ডেস্ক

টানা দুই ড্র বিপদে ফ্রান্স

ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে টানা দুই ম্যাচ ড্র করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। শনিবার তারা ইউক্রেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। আগের ম্যাচে বসনিয়ার সঙ্গেও একই ব্যবধানে ড্র করেছিল ফরাসিরা। টানা দুই ড্রয়ে বাছাই পর্বে বেশ বিপদেই আছে দলটা। ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষেই আছে ফ্রান্স। তবে ৩ ম্যাচে ৫ পয়েন্ট সংগ্রহ করা ফিনল্যান্ড ফরাসিদের জন্য বিপদের কারণ হয়ে উঠেছে। পরের দুই ম্যাচে ফিনল্যান্ড মুখোমুখি হবে ফ্রান্স ও ইউক্রেনের। এ দুই ম্যাচ জিতলেই তারা গ্রুপের শীর্ষস্থান দখলে নিবে। সেক্ষেত্রে ফ্রান্সের জন্য কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে।

এদিকে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত ফুটবল উপহার দিচ্ছে নেদারল্যান্ডস। শনিবার তারা জি গ্রুপের ম্যাচে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মন্টিনিগ্রোকে। বার্সা তারকা মেমফিস ডিপেই দুটি গোল করেছেন দলের পক্ষে। তবে এ জয়েও গ্রুপের শীর্ষস্থান দখলে নিতে পারেনি ডাচরা। শনিবার জিব্রাল্টারকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে তুরস্ক। জি গ্রুপে ১১ পয়েন্ট সংগ্রহ করেছে তুরস্ক। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নেদারল্যান্ডস। এছাড়াও বাছাইপর্বে গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া ১-০ গোলে হারিয়েছে স্লোভাকিয়াকে। এইচ গ্রুপে জয় পেয়েছে রাশিয়াও। তারা ২-০ গোলে হারিয়েছে সাইপ্রাসকে। এইচ গ্রুপে ১০ পয়েন্ট করে সংগ্রহ করে সমান্তরালে আছে রাশিয়া ও ক্রোয়েশিয়া।

সর্বশেষ খবর