মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

টি-২০ দলে ‘বুড়ো’ হাফিজ

ক্রীড়া প্রতিবেদক

টি-২০ দলে ‘বুড়ো’ হাফিজ

টি-২০ তরুণদের খেলা। এখানে কম বয়সীরাই ভালো করেন। তার মানে এই যে, ‘বুড়ো’দের কোনো সুযোগ নেই। পাকিস্তানের টি-২০ বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন ৪০ বছর বয়সী অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তবে জায়গা হারিয়েছেন সাবেক দুই অধিনায়ক শোয়েব মালিক ও সরফরাজ আহমেদ।

গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন। দলে ফিরেছেন আসিফ আলি ও খুশদিল শাহ।

দল ঘোষণার পর প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম বলেন, ‘তারা (আসিফ, খুশদিল) মিডল অর্ডারে পুলে থাকা ব্যাটসম্যানদের মধ্যে সেরা এবং আমরা আত্মবিশ্বাসী যে তারা ভালো করবেন। আমাদের মিডল অর্ডারে যে সমস্যা আছে তা দূর হয়ে যাবে।’

বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ আগামী ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে।

পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আসিফ আলি, সোয়াইব মাকসুদ, আজম খান (উইকেটরক্ষক), খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাসনাইন।

রিজার্ভ: উসমান কাদির, শাহনাওয়াজ দাহানি, ফখর জামান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর