বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

নতুন মৌসুমে সেরা দলই গড়ছে বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

নতুন মৌসুমে সেরা দলই গড়ছে বসুন্ধরা কিংস

পেশাদার ফুটবল লিগে চ্যাম্পিয়ন ও রানার্সআপ নিষ্পত্তি হয়েছে। তবে লিগ এখনো শেষ হয়নি। কিরগিজস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্ট শেষে বাকি খেলা মাঠে গড়াবে। অবশ্য নতুন মৌসুমে দল গঠনের প্রক্রিয়া এখনই শুরু হয়ে গেছে। পছন্দের খেলোয়াড়দের সঙ্গে শুধু আলোচনাই চলছে না আগাম পেমেন্টও করা হয়েছে। নতুন আবির্ভাবের পরই বসুন্ধরা কিংস টানা দুবারের লিগ জয়ের রেকর্ড গড়েছে। সামনে তাদের হ্যাটট্রিকের হাতছানি। তাই দলটি নতুন মৌসুমে কেমন দল গড়বে এনিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

গুঞ্জন উঠেছে কিংসের বেশ কজন ফুটবলার দল ছাড়ছেন। ঢাকা আবাহনীই নাকি চারজনকে নিশ্চিত করেছে। সাইফ স্পোর্টিং ও অন্য ক্লাব কিংসের ঘর ভাঙছে। সত্যি কী তাই, যেখানে হ্যাটট্রিকের হাতছানি সেখানে ঘর ভাঙার ঘটনা কতটুকু সত্য? এ ব্যাপারে কথা হয় বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানের সঙ্গে। তিনি বলেন, ‘দল বদল করাটা ব্যক্তিগত স্বাধীনতা। আমি এখন পর্যন্ত জানি না পুরনো পছন্দের খেলোয়াড়দের মধ্যে কেউ দল ছাড়ছেন কিনা। যদি যেতে চান তা হলে না করব না। এটাতো তার ব্যক্তিগত ইচ্ছা। তবে এতটুকু বলতে পারি বসুন্ধরা কিংস সেরা দলই গড়বে। অনেক দলেরই তো নাম শুনছেন। আমরা নীরবভাবে বসে আছি। লিগটা শেষ হোক তখন আসল দৃশ্য দেখতে পারবেন।’

ইমরুল জানান, ‘নাম প্রকাশ না করলেও বলতে দ্বিধা নেই স্থানীয় খেলোয়াড়দের মধ্যে কাকে আমরা রাখব বা নতুন কাকে আনব তা মোটামুটি শেষ হয়ে গেছে। সময় এলেই তাদের নাম প্রকাশ পাবে। শুধু তাই নয় বিদেশি ব্যাপারে আমরা বৈঠকে বসব। তবে এটা ঠিক সামনে লিগ হবে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রায় পাঁচটি দল বিগ বাজেটে ঘর গোছাতে মাঠে নেমে পড়েছে।’

সর্বশেষ খবর