বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

অনুশীলন শুরু করছেন আফগান যুবারা

সিলেট প্রতিনিধি

সফররত আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সিলেটে তিন দিনের কোয়ারেন্টাইন শেষ হয়েছে। আজ তারা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নামবে। দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আফগান যুবারা গা গরম করার সুযোগ পাবে। এর আগে বাংলাদেশের যুবারা অনুশীলন করবে। বাংলাদেশ সফরে আফগানিস্তান পাঁচটি ওয়ানডে ও ১টি চার দিনের ম্যাচ খেলবে। ১০ সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচ। এরপর পর্যায়ক্রমে ১২, ১৪, ১৭ ও ১৯ সেপ্টেম্বর আরও চার ম্যাচ। ২২-২৫ সেপ্টেম্বর হবে একমাত্র চারদিনের ম্যাচ। যুব দল হলেও আফগানিস্তানের সফরটি খুবই গুরুত্বপূর্ণ। তালেবানরা ক্ষমতা নেওয়ার পর এই প্রথম আফগান কোনো ক্রিকেট দল বাংলাদেশ সফরে এল। অন্যদিকে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশের যুবারা প্রথম কোনো সিরিজে অংশ নিচ্ছে। আরও আগেই তাদের আসার কথা থাকলেও নানা জটিলতায় আসতে পারছিল না। শনিবার তিন ধাপে আফগানিস্তান ঢাকা এসে পৌঁছায়। এর মধ্যে ১৬ জন ফিরতি ফ্লাইটে সিলেটে উড়ে যান। প্রতিটি ম্যাচই হবে সিলেটে। আফগান কোচ দওলত খান জাজাই বলেন, সিরিজটি দুই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এটা যুব বিশ্বকাপের প্রস্তুতিতে কাজে লাগবে।

সর্বশেষ খবর