বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

পরাজয়ের বৃত্তেই জামালরা

ক্রীড়া প্রতিবেদক

পরাজয়ের বৃত্তেই জামালরা

বল দখলের লড়াইয়ে এখানে বিজয়ী তারিক কাজী। তবে ম্যাচ শেষে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হলো লাল-সবুজের জার্সিধারীদের। তিন জাতি টুর্নামেন্টে গতকাল এক হালি গোল হজম করল বাংলাদেশ। ছবি : বাফুফে

পরাজয়ের বৃত্তেই আটকে রইলেন জামাল ভূঁইয়ারা। তিন জাতি ফুটবল টুর্নামেন্টে ফিলিস্তিনের বিপক্ষে আগের ম্যাচে ২-০ গোলে পরাজিত হয়েছিল জেমি ডের শিষ্যরা। এবার তারা স্বাগতিক কিরগিজস্তানের কাছে পরাজয় স্বীকার করল ৪-১ গোলে। গত জুনে আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর এ নিয়ে টানা চার ম্যাচে পরাজিত হলো বাংলাদেশ।

গতকাল প্রথম একাদশে চার পরিবর্তন আনেন কোচ জেমি ডে। এর মধ্যে বড় চমক ছিলেন কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খান সেহরান। ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের শেষ কয়েক মিনিট খেলেছিলেন রাহবার। তবে তাতেই কোচের মন জয় করেন। এক ম্যাচ পরই রাহবারকে সেরা একাদশে স্থান দেন জেমি ডে। অবশ্য বেশিক্ষণ মাঠে রাখেননি এই তরুণ ফুটবলারকে। ৩০ মিনিট পরই উঠিয়ে নেন। এ ছাড়াও গোলবারের সামনে আনিসুর রহমান জিকোকে ফিরিয়ে আনেন জেমি। রক্ষণে রেজাউলের স্থানে নামিয়ে দেন রিয়াদুলকে। প্রথম একাদশে ছিলেন সুফিলও। তবে এতসব পরিবর্তনেও কাজ হলো না। কিরগিজস্তানের বিপক্ষে বড় পরাজয় এড়াতে পারেনি লাল-সবুজের জার্সিধারীরা।

ম্যাচের প্রথমার্ধ্বেই ২-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। কিরগিজস্তানের পক্ষে গোল করেন এলডার (১০) ও আলিমর্ডন (৪০)। দ্বিতীয়ার্ধ্বের শুরুতে তুরসুনালির গোলে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর কিছুটা আশার আলো দেখান মাহবুবুর রহমান সুফিল (৫৩)। রহমত মিয়ার থ্রো ইন থেকে বক্সের মধ্যে একটু ফাঁকা জায়গায় বল পান সুফিল। বসুন্ধরা কিংসের এ ফুটবলার দারুণ এক শটে প্রতিপক্ষ ডিফেন্ডার ও গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান। ব্যবধান কমার পর বেশ কয়েকবারই আক্রমণে গেছেন জামালরা। তবে আর গোলের দেখা পাননি। ম্যাচের শেষদিকে কিরগিজস্তানের বখতিয়ার (৮৯) গোল করেন।

সামনের মাসেই অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। তিন জাতির এ টুর্নামেন্টকে মূলত সাফের প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে নিয়েছেন প্রধান কোচ জেমি ডে। ৯ সেপ্টেম্বর পরের ম্যাচে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর