বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সাফের প্রস্তুতিই মূলমন্ত্র

‘আমাদের দুটো ম্যাচ শেষ হয়েছে। দুটোতেই আমরা নিজেদের সর্বোচ্চটা নিয়ে খেলার চেষ্টা করেছি। দুটো ম্যাচেই হেরেছি। তবে আমরা চেষ্টা করছি কামব্যাক করার। সাফের জন্য ভালো প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি।’

ক্রীড়া প্রতিবেদক

সাফের প্রস্তুতিই মূলমন্ত্র

কিরগিজস্তানে তিন জাতি ফুটবল টুর্নামেন্টে টানা দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ। ফিলিস্তিনের কাছে ২-০ ও স্বাগতিক কিরগিজস্তানের কাছে ৪-১ গোলের পরাজয় স্বীকার করেছেন জামাল ভূঁইয়ারা। ফিফা র‌্যাঙ্কিংয়ে দেশ দুটি বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকলেও দলকে নিয়ে পরীক্ষা-নীরিক্ষা করেছেন হেড কোচ জেমি ডে। আজ প্রস্তুতি পর্বের শেষ ম্যাচে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচের পূর্বে সাফের প্রস্তুতিকেই মূলমন্ত্র বলছেন জামাল ভূঁইয়ারা।

গতকাল দেড় ঘণ্টা অনুশীলন করেছে জেমি ডের শিষ্যরা। কিরগিজ রিপাবলিকের স্পোর্টস সিটি মাঠে দুই দলে ভাগ হয়ে অনুশীলন করেছেন জামালরা। কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচ খেলা ফুটবলাররা রিকভারি সেশন করেছেন। বাকিরা সেট পিস ও পাসিংয়ে মনোযোগী ছিলেন। পাশাপাশি বল দখলের লড়াইটাও রপ্ত করেছেন লাল-সবুজের জার্সিধারীরা। কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ভালো কিছু করার দৃঢ়তা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। দলের অন্যতম ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ বলেছেন, ‘আমাদের দুটো ম্যাচ শেষ হয়েছে। দুটোতেই আমরা নিজেদের সর্বোচ্চটা নিয়ে খেলার চেষ্টা করেছি। দুটো ম্যাচেই হেরেছি। তবে আমরা চেষ্টা করছি কামব্যাক করার। সাফের জন্য ভালো প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি।’

আগামী মাসেই সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে মালদ্বীপের রাজধানী মালেতে। তার আগে আজই শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ।

সর্বশেষ খবর