শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বিশ্রামে সাকিব মুস্তাফিজ

শেষ টি-২০ আজ

ক্রীড়া প্রতিবেদক

বিশ্রামে সাকিব মুস্তাফিজ

সিরিজের চার নম্বর ম্যাচটি হেসে খেলে জিতেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং বোলিংয়ে মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ। আজ সিরিজের পঞ্চম ম্যাচ। সাদা চোখে আনুষ্ঠানিকতার ম্যাচ। কিন্তু টি-২০ বিশ্বকাপ দলের প্রথম ম্যাচ। ১৭ অক্টোবর-১৪ নভেম্বর টি-২০ বিশ্বকাপের জন্য গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়ক করে। সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় নির্ভার মাহমুদুল্লাহ বাহিনী একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনতে যাচ্ছে শেষ ম্যাচে। সাজঘরে বসে থাকতে দেখা যেতে পারে দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে। বিশ্রামে থাকতে পারেন ছন্দে থাকা দুই বোলার মুস্তাফিজ ও নাসুম। আঙুলে ব্যথা পাওয়া সাইফুদ্দিন অটো বিশ্রাম পাচ্ছেন। দলে ফিরতে পারেন সৌম্য সরকার, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।

প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ বাহিনী জিতেছে ৭ উইকেটে, দ্বিতীয়টি ৪ রানে। তৃতীয়টিতে হেরে যায় ৫২ রানে। চার নম্বর ম্যাচ ৬ উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। নিজেদের টি-২০ ক্রিকেট ইতিহাসে এই প্রথম টানা তিন সিরিজ জয়ের রেকর্ড গড়েছে টাইগাররা। জিম্বাবুয়ের মাটিতে ২-১, ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে টানা দুই সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামে। চার ম্যাচের তিনটি জিতে ইতিহাসের পাতায় নাম লিখেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাহমুদুল্লাহ। ২৬ ম্যাচে জয় ১৩টি। তিনিই একমাত্র টাইগার ক্রিকেটার হিসেবে শয়ের উপর টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

সর্বশেষ খবর