শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

দুরন্ত হ্যাটট্রিকে পেলেকে টপকে চূড়ায় মেসি

ক্রীড়া ডেস্ক

দুরন্ত হ্যাটট্রিকে পেলেকে টপকে চূড়ায় মেসি

লিওনেল মেসি যত না জাতীয় দলের, তার চেয়েও বেশি ক্লাব ফুটবলার। কোপা আমেরিকা জয়ের আগ পর্যন্ত ক্লাব ফুটবলারের ট্যাগটি গায়ে লেপ্টেছিল। চির প্রতিদ্ব›দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জয়ের পর সমালোচকদের মুখে কুলুপ আটেন ছয়বারের বিশ্বসেরা ফুটবলার। বার্সেলোনার মেসি এখন পিএসজির। খেলছেন বিশ্বকাপ বাছাইপর্ব। পরশু রাতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। মেসি একাই করেছেন তিন গোল। আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনার জার্সিতে মেসির এটা সপ্তম হ্যাটট্রিক। এ হ্যাটট্রিকে তিনি পেছনে ফেলেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলেকে। ব্রাজিলিয়ান জীবন্ত কিংবদন্তিকে পেছনে ফেলে তিনি এখন ল্যাটিন আমেরিকার সর্বোচ্চ স্কোরার। ১৫৩ ম্যাচে মেসির গোলসংখ্যা ৭৯টি। ৯২ ম্যাচে পেলের গোল ৭৭টি। বিশ্বকাপ বাছাইপর্বে পাঁচ জয়ে দুইয়ে থাকা আর্জেন্টিনার পয়েন্ট এখন আট ম্যাচে ১৮। গতকাল ব্রাজিল ২-০ গোলে পেরুকে হারায়।  

ঘরের মাঠে খেলা। তাই স্তাদিও মনুমেন্তালে বলিভিয়ার বিপক্ষে পয়েন্ট হারাতে রাজি নন মেসি। প্রিয় আর্জেন্টিনাকে জয়োৎসবে ভাসাতে গতকাল ভোরে একাই দায়িত্ব পালন করেন। জাদুকরী ফুটবল খেলে প্রথমার্ধ্বে একটি এবং দ্বিতীয়ার্ধ্বে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। ম্যাচ শেষে আর্জেন্টিাইন দলের হাতে তুলে দেওয়া হয় কোপা আমেরিকা ট্রফি। দুই মাস আগে করোনার জন্য উৎসব করা হয়নি আলবিসেলেস্তাদের। বলিভিয়া ম্যাচের পর সেই উৎসব পালন করেন মেসিরা। তবে ট্রফি আকাশপানে তুলে ধরার আগে ম্যাচ শেষে মেসি কেঁদেছেন। কাঁদিয়েছেন সতীর্থদের। গতকালের ম্যাচে পুরো নিয়ন্ত্রণ রেখে ২৪টি শট নেন প্রতিপক্ষের জালে। ১৪ মিনিটে আর্জেন্টিনাকে উৎসবে ভাসান মেসি। লিয়ান্দ্রো পারদেসের বাড়ানো বল ধরে মেসি ২০ গজ দূর থেকে জালে পাঠান (১-০)। প্রথমার্ধ্ব শেষ হয় এক গোলের ব্যবধানে। দ্বিতীয়ার্ধ্বে গোলের জন্য মড়িয়া হয়ে ওঠে মেসি বাহিনী। ৬৪ মিনিটে ব্যবধান ২-০ করেন মেসি। মার্টিনেজের কাছে বল নিয়ে শট করেন। কিন্তু শটটি বলিভিয়ার রক্ষণভাগের একজনের পায়ে লেগে ফিরে আসে। ফিরতি বলে গোল করেন আর্জেন্টিাইন অধিনায়ক। ৮৮ মিনিটে হ্যাটট্রিক করেন মেসি (৩-০)।

সর্বশেষ খবর