সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ব্রিটিশ মেয়ে এমার ইতিহাস

রাশেদুর রহমান

ব্রিটিশ মেয়ে এমার ইতিহাস

বাইশ বছর আগে ১৯৯৯ সালে ইউএস ওপেনের ফাইনালে দুই তরুণীর লড়াই দেখেছিল দর্শকরা। সেবার ১৭ বছরের সেরেনা উইলিয়ামস ১৮ বছরের মার্টিনা হিঙ্গিসকে হারিয়েছিলেন। এরপর সবচেয়ে কমবয়সী দুজনের ফাইনাল দেখল সারা দুনিয়ার টেনিস দর্শকরা। ১৮ বছরের ব্রিটিশ মেয়ে এমা র‌্যাডুকানু আর ১৯ বছরের কানাডিয়ান মেয়ে লেয়লাহ ফার্নান্দেজ। দুই তরুণীর লড়াইয়ে জয় পেয়েছেন র‌্যাডুকানু (৬-৪, ৬-৩ গেমে)। তবে লেয়লাহ ফার্নান্দেজও এক উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে রেখেছেন।

মেয়েদের টেনিসে নতুন এক তারকার জন্ম হলো। এমনটাই বলছেন, টেনিসের ইতিহাসে অন্যতম সেরা তারকা মার্টিনা নাভ্রাতিলোভা। তার মতে, র‌্যাডুকানু কেবল যাত্রা করলেন। বহুদূর যাবেন তিনি। শুরুটা দারুণ হলো এ ব্রিটিশ মেয়ের। ইতিহাস গড়লেন ক্যারিয়ারের শুরুতেই। ৪৪ বছর পর কোনো ব্রিটিশ মেয়ে গ্র্যান্ড স্লাম জয় করলেন। ১৯৭৭ সালে উইম্বলডনে মেয়েদের এককের ফাইনালে নেদারল্যান্ডসের বেটি স্টোভকে হারিয়ে শিরোপা জিতেছিলেন ভার্জিনিয়া ওয়েড। সেই শেষ। এরপর আর কোনো ব্রিটিশ মেয়েই কোনো গ্র্যান্ড স্লাম জয় করতে পারেননি। ইউএস ওপেনেও শেষ ব্রিটিশ চ্যাম্পিয়ন ছিলেন ভার্জিনিয়া ওয়েড (১৯৬৮)। ৫৩ বছর পর কোনো ব্রিটিশ মেয়ে ইউএস ওপেন জয় করলেন। নারী ও পুরুষ এককে প্রথমবারের মতো কেউ কোয়ালিফায়ার খেলে এসে চ্যাম্পিয়ন হলেন কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে।

এতসব রেকর্ড গড়া এমা র‌্যাডুকানুর জন্ম কানাডায়। তবে দুই বছর বয়সেই বাবা-মায়ের সঙ্গে পাড়ি জমান ইংল্যান্ডে। এখানেই বেড়ে উঠেছেন তিনি একজন ব্রিটিশ মেয়ে হিসেবে। টেনিস ছাড়াও গলফ, কার্টিং, মোটোক্রস, ট্যাপ ড্যান্সিং আর ব্যালেতে দারুণ পারদর্শী র‌্যাডুকানু। তবে সব ছেড়ে ২০১৮ সালে টেনিসে মনোযোগী হয়ে উঠেন তিনি। সে বছরই উইম্বলডনে কোয়ালিফায়ার খেলেন। চলতি বছর উইম্বলডনে চতুর্থ রাউন্ডে উঠেই চমকে দেন টেনিস দুনিয়াকে। এরপর ইউএস ওপেনে কোয়ালিফায়ার খেলে এসে সাড়া ফেলে দেন র‌্যাডুকানু। অসাধারণ এ অর্জনের পর ব্রিটিশ মেয়ে বলেছেন, ‘আমি কোনো চাপ নিয়েই খেলিনি। আমার বয়স কেবল ১৮। আমি খুবই স্বাভাবিকভাবে ম্যাচগুলো খেলেছি। আর জয়ও পেয়েছি। আশা করি ভবিষ্যতেও এভাবে খেলেই জয় পাব।’

এমা র‌্যাডুকানু চ্যাম্পিয়ন হলেও লেয়লাহ ফার্নান্দেজকে নিয়েও বেশ আলোচনা হচ্ছে। দুই তরুণীর অসাধারণ পারফরম্যান্স সম্ভবত নতুন যুগেরই ইঙ্গিত দিচ্ছে। শারাপোভা আগেই অবসর নিয়েছেন। পুরনো অনেকেই এখন আর টিকে থাকতে পারছেন না। সেরেনা উইলিয়ামসও বিদায়ের পথে। নতুনদেরই জয় জয়কার মেয়েদের টেনিসে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর