সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

পাপন-সাকিব সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে

‘আজ (গতকাল) সন্ধ্যায় বিসিবি সভাপতি পাপন ভাইসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে আসাটা অনেক সম্মানজনক ছিল।’

ক্রীড়া প্রতিবেদক

পাপন-সাকিব সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে

আইপিএল খেলতে গতকাল মধ্যরাতে ঢাকা ছাড়েন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। করোনায় বন্ধ হয়ে যাওয়া আইপিএলের বাকি ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ১৯ সেপ্টেম্বর শুরু আইপিএল সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সে এবং মুস্তাফিজের দল রাজস্থান রয়্যালস। ঢাকা ছাড়ার আগে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। তার সঙ্গী হিসেবে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। কেন দেখা করেছেন, কারণ জানা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি আপলোড করেছেন সাকিব। ক্যাপশনে লিখেছেন, ‘আজ (গতকাল) সন্ধ্যায় বিসিবি সভাপতি পাপন ভাইসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে আসাটা অনেক সম্মানজনক ছিল।’ এর আগে গতকাল দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে ডিবিএল সিরামিকসের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তি করেন। সেখানে সাকিব নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে বলেন, ‘আমার কাছে মনে হয় সব ক্রিকেটারই কমবেশি পারফর্ম করছে। আমরা একটি দল হিসেবে খেলতে পারছি। এটিই জয়ের বড় কারণ।’

আইপিএল খেলেই সাকিব ও মুস্তাফিজ দলের সঙ্গে যোগ দিবেন ওমানে। সেখানে টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে খেলবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের ম্যাচগুলো যথাক্রমে ১৭ অক্টোবর স্কটল্যান্ড, ১৯ অক্টোবর ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার টুয়েলভে জায়গা নিবে। প্রথম রাউন্ডের বাধা পাড়ি দিতে অন্তত দুটি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। টি-২০ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস সঙ্গে থাকছে টাইগারদের। তবে মরুর বুকে কঠিন লড়াই অপেক্ষা সাকিবদের সামনে।

সর্বশেষ খবর