সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

এলিট একাডেমির যাত্রা

বাফুফের নিজস্ব উদ্যোগেই এই একাডেমি চলবে। তবে কোনো প্রয়োজন হলে সরকারের পক্ষ থেকেও সহযোগিতা করা হবে। -জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক

এলিট একাডেমির যাত্রা

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ৫১ জন ফুটবলার নিয়ে প্রতিষ্ঠা করেছে এলিট ফুটবল একাডেমি। গতকাল এই একাডেমি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনসহ আরও অনেকে ছিলেন। সবাইকে সাক্ষী রেখে একাডেমির কার্যক্রম এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাফুফে সভাপতি। প্রতিমন্ত্রীও কথা দিয়েছেন, সার্বিক সহযোগিতার।

এর আগে বাফুফের উদ্যোগে সিলেটে একাডেমি প্রতিষ্ঠা করা হয়। বেরাইদেও একাডেমি করা হয়েছিল। কিন্তু কোনোটাই আলোর মুখ দেখেনি।

কমলাপুর স্টেডিয়ামের অনেক কিছুতেই পরিবর্তন এসেছে। জায়ান্ট স্ক্রিন স্থাপন করা হয়েছে। একাডেমি ভবনকে নতুন করে গোছানো হয়েছে। হসপিটালিটি ও প্রেস বক্স নতুন করে তৈরি করা হয়েছে। চারদিক ঝকঝক করছে। তবে একটি পূর্ণাঙ্গ একাডেমির যেসব সুবিধা থাকা দরকার সে সবের অনেক কিছুই অনুপস্থিত। তারপরও বাফুফে সভাপতি বেশ আশাবাদী। তিনি বললেন, ‘আমরা তো শুরুটা করেছি। আমাদের পরিকল্পনা হলো, সামনের কয়েক বছরে আরও কয়েকটি একাডেমি গড়ে তোলা।’ পাশাপাশি নতুন এই এলিট ফুটবল একাডেমির কার্যক্রম বাড়ানোর কথাও জানালেন তিনি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর