মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

এবার জাতীয় দলে কিংসলে

এবার জাতীয় দলে কিংসলে

জাতীয় ফুটবল দলে প্রথম প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া। এখন বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া প্রথম ফুটবলার হিসেবে এলিটা কিংসলের অভিষেক হতে পারে। তাও আবার ১ অক্টোবর থেকে শুরু হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের কাছে যে ৩৫ জনের প্রাথমিক স্কোয়াডের তালিকা পাঠানো হয়েছে সেখানে স্ট্রাইকার কিংসলের নাম আছে। ২০ সেপ্টেম্বর থেকে তিনি জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। এবং সাফ ফুটবলের জন্য অনুশীলনও করবেন। তবে কিংসলে চূড়ান্ত দলে সুযোগ পাবেন তা নিশ্চিত নয়। গত মার্চে প্রথম বিদেশি ফুটবলার হিসেবে বাংলাদেশের নাগরিকত্ব পান এলিটা কিংসলে। বাংলাদেশি ফুটবলার হিসেবে বসুন্ধরা কিংসের হয়ে তিনি তিন ম্যাচও খেলেন। প্রথম ম্যাচে গোল পান। তবে বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলার অনুমতি পাচ্ছিলেন না। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ম্যাচ খেলতে যেসব প্রয়োজনীয় কাগজপত্র দরকার তা আমরা পাঠিয়েছি। আশা করছি এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা এএফসি তা দেখে কিংসলেকে জাতীয় দলে খেলার অনুমতি দেবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর