বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

চ্যাম্পিয়ন্স লিগে নতুন রূপে মেসি

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগে নতুন রূপে মেসি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতাদের একজন লিওনেল মেসি। বার্সেলোনার জার্সিতে ক্লাব ফুটবলের এই সেরা আসর জয় করেছেন চারবার। চ্যাম্পিয়ন্স লিগে বার্সা-মেসির যুগলবন্দী দেখতে অভ্যস্ত ফুটবল দুনিয়া আজ এক ভিন্ন দৃশ্য দেখবে। পিএসজির জার্সিতে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ আসরে খেলতে নামবেন মেসি। প্রতিপক্ষ বেলজিয়ামের ক্লাব ব্রুজ।

পিএসজি দীর্ঘদিন ধরেই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের চেষ্টা করছে। এর মধ্যে একবার ফাইনালও খেলেছে তারা। ২০২০ সালের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে পরাজিত হয়েছিল পিএসজি। এবার মেসিকে দলে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলতে চাইছে ফরাসি ক্লাবটি। আজ মেসি পিএসজির জার্সিতে মাঠে নামার আগে ফুটবল দুনিয়ায় জোর বিতর্ক, এখানে সফল হবেন আর্জেন্টাইন তারকা!

পিএসজি এবার নেইমার ও এমবাপ্পের সঙ্গে মেসিকে ছাড়াও যোগ করেছে সার্জিও রামোস, ডোনারুম্মা, উইনালডামদের মতো তারকা ফুটবলারদের। দলটির আর্জেন্টাইন কোচ মরিসিও পোচেত্তিনো শক্তিশালী দল নিয়েও বেশ সতর্ক। তিনি বলেন, ‘এটা (চ্যাম্পিয়ন্স লিগ) অনিশ্চয়তার এক টুর্নামেন্ট। এখানে জয়ের জন্য আপনার ভাগ্যেরও প্রয়োজন।’ মরিসিও পোচেত্তিনোর চেয়ে ভাগ্যবান কোচ বর্তমানে আর কে আছে! মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ীকে একসঙ্গে এক দলে পাওয়া কম ভাগ্যের ব্যাপার!

এদিকে আজ চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টদের প্রতিপক্ষ ইন্টার মিলান।

সর্বশেষ খবর