বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বিশ্বকাপের পর বাংলাদেশে আসছে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের পর বাংলাদেশে আসছে পাকিস্তান

টি-২০ বিশ্বকাপের ফাইনাল ১৪ নভেম্বর। ফাইনালে বাংলাদেশ ও পাকিস্তান খেলবে কি না, নিশ্চিত নয়। তবে বিশ্বকাপ শেষে দুই দল পরস্পরের বিপক্ষে ব্যাট ও বলের লড়াইয়ে মেতে উঠবে। তিনটি টি-২০ ও দুটি টেস্ট খেলতে বিশ্বকাপ শেষে ঢাকায় আসবে পাকিস্তান। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুই দেশের আইটিনারি প্রকাশ করেছে। শুরুতে ৩ ম্যাচের টি-২০ এবং পরে খেলবে টেস্ট সিরিজ। টি-২০ ম্যাচ তিনটি যথাক্রমে ১৯, ২০ ও ২২ নভেম্বর। ম্যাচগুলো হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। টেস্ট দুটি হবে চট্টগ্রাম ও মিরপুরে। ২৬-৩০ নভেম্বর প্রথম টেস্ট চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং  ৪-৮ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট মিরপুরে। করোনার জন্য দীর্ঘদিন পর চট্টগ্রামে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে।

২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ইনিংস ও ৪৪ রানের হারের টেস্টটি ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথমটি। এপ্রিলে দ্বিতীয়টি হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জন্য টেস্টটি বাতিল হয়ে যায় শেষ মুহুর্তে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত টেস্ট খেলেছে ১১টি। হার ১০ এবং ড্র সাকল্যে একটি। দুই দেশ বাইলেটারাল সিরিজ খেলেছে পাঁচবার। সবগুলোতে হার টাইগারদের। এবার নিয়ে চতুর্থবারের মতো টেস্ট সিরিজ ও তৃতীয়বারের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান।

সর্বশেষ খবর