বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

রোনালদোর রেকর্ডের ম্যাচে ম্যানইউর হার

ক্রীড়া ডেস্ক

রোনালদোর রেকর্ডের ম্যাচে ম্যানইউর হার

ক্রিস্টিয়ানো রোনালদো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন ‘গোল মেশিন’ হিসেবে আরও কার্যকরী হয়ে উঠছেন। ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন করে নাম লেখানোর পর প্রথম ম্যাচেই জোড়া গোল করেছিলেন পর্তুগিজ তারকা। এবার চ্যাম্পিয়ন্স লিগেও ম্যানইউর জার্সিতে গোল করলেন তিনি। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড (১৭৭ ম্যাচ) স্পর্শ করলেন রোনালদো। মঙ্গলবার গভীর রাতে সুইস ক্লাব ইয়াঙ বয়েজের বিপক্ষে রোনালদোর গোলেও অবশ্য জয়ের দেখা পায়নি ম্যানইউ। এফ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে এগিয়ে গিয়েও হেরেছে ২-১ গোলে।

ক্রিস্টিয়ানো রোনালদো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গোলের সংখ্যা আরও বাড়িয়ে নিলেন। ম্যানইউ, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের জার্সিতে সবমিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ১৩৫ গোল করেছেন রোনালদো। পাশাপাশি সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি। এতদিন চ্যাম্পিয়ন্স লিগে ১৭৭ ম্যাচ খেলে এককভাবে শীর্ষে ছিলেন রোনালদোর সাবেক রিয়াল সতীর্থ ইকার ক্যাসিয়াস। রোনালদোর ১৭৭ ম্যাচ খেললেন চ্যাম্পিয়ন্স লিগে। রেকর্ডটা নিজের করে নিতে কেবল আর একটা ম্যাচ প্রয়োজন। পর্তুগিজ তারকার রেকর্ডের ম্যাচে ম্যানইউকে হারিয়ে দেন এনগামালিউ ও সিয়েবাচু। দুজনেই ইয়াঙ বয়েজের পক্ষে একটি করে গোল করেন। বিসাকা ম্যাচের ৩৫ মিনিটে লাল কার্ড পেলে বাকি সময় ১০ জনের দল নিয়ে খেলে ম্যানইউ।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে জুভেন্টাস।

সর্বশেষ খবর