শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

তালেবানের ভয়ে পালিয়ে পাকিস্তান গেলেন আফগান নারী ফুটবলাররা

ক্রীড়া ডেস্ক

দেশে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন আফগানিস্তানের নারী ফুটবলাররা। তাই তালেবানরা ক্ষমতা নেওয়ার মাস খানেকের মধ্যেই দেশ ছেড়ে পালালেন বেশ কজন নারী ফুটবলার। তারা আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশ পাকিস্তানে। পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়েই তোরখাম সীমান্তের উত্তর-পশ্চিমাংশ দিয়ে দেশ ছেড়েছেন এসব ফুটবলার। তবে পাকিস্তানই তাদের শেষ গন্তব্য নয়। ইউরোপ বা অস্ট্রেলিয়ায় চলে যাবেন তারা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা গেছে মঙ্গলবার আফগান নারী দলের বহরে ৮১ জন এসেছেন পাকিস্তানে। পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, ফুটবলারদের মানবিক ভিসা দেওয়া হয়েছে। নব্বই দশকে তালেবানের শাসনামলে আফগানিস্তানে নারীদের সব ধরনের খেলা নিষিদ্ধ করা হয়। এবারও তার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে বলে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। মূলত অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৩ এবং অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড়রা পাকিস্তানে গেছেন। পাকিস্তান ফুটবল ফেডারেশনের কর্মকর্তা উমর জিয়া বলেন, আপাতত নারী ফুটবলাররা লাহারে থাকবেন। এক মাস পর তারা অন্য দেশে চলে যাওয়ার জন্য আবেদন করবেন।

সর্বশেষ খবর