শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

নিরাপত্তার কারণে পাক সিরিজ বাতিল করল নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক

নিরাপত্তার কারণে পাক সিরিজ বাতিল করল নিউজিল্যান্ড

১৮ বছরের অপেক্ষা শেষ হতে মাত্র কয়েক ঘণ্টা বাকি ছিল। অপেক্ষার অবসান হওয়ার সময়টুকু আর পার হয়নি। ২০০৩ সালের পর পাকিস্তানে ক্রিকেট খেলতে এসেছিল নিউজিল্যান্ড। কিন্তু নিরাপত্তা শঙ্কায় নিউজিল্যান্ড একক সিদ্ধান্তে পাকিস্তান সফর বাতিল করে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে হতচকিত হয়ে পড়ে পিসিবি। তিন ওয়ানডে ও ৫ ম্যাচের টি-২০ খেলতে ১১ সেপ্টেম্বর পাকিস্তান যায় নিউজিল্যান্ড। সফরটি যেন বাতিল না করে, সে জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কথা বলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের সঙ্গে। কিন্তু ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে রাজি হননি নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী। সিরিজ বাতিল হওয়ায় কিউই ক্রিকেটাররা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন। পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা নিউজিল্যান্ডের সিদ্ধান্তে বিস্মিত। তিনি আইসিসির কাছে নালিশ করে বলেন, ‘নিরাপত্তা হুমকির ব্যাপারে একক সিদ্ধান্তে সফর থেকে সরে যাওয়া খুবই হতাশাজনক। বিশেষ করে যখন কোনো কিছু না জানিয়েই করা হলো। আইসিসিকে বলব বিষয়টি জানতে।’ বাংলাদেশে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলে ১১ সেপ্টেম্বর পাকিস্তান যায় নিউজিল্যান্ড। ২০০৩ সালে করাচিতে  টিম হোটেলের বাইরে বোমা বিস্ফোরিত হলে নিউজিল্যান্ড চলে যায়। এবার সিরিজ বাতিলের বিষয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, ‘বুঝতে পারছি, সিরিজ বাতিল পিসিবির জন্য বড় একটি ধাক্কা।  তবে আমাদের কাছে ক্রিকেটারদের নিরাপত্তাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা মনে করি সিরিজ বাতিল করাই ছিল একমাত্র বিকল্প পথ।’

সর্বশেষ খবর