শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

জয়তু শেখ হাসিনা গ্রান্ড মাস্টারস দাবা

ক্রীড়া প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্রান্ড মাস্টারস দাবা’। ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ প্রতিযোগিতা শুরু হবে কাল। বাংলাদেশসহ ১০ দেশের ১২ গ্রান্ড মাস্টার, ১৬ আন্তর্জাতিক মাস্টার ও তিন নারী আন্তর্জাতিক মাস্টার এ টুর্নামেন্টে অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা। এ প্রতিযোগিতায় গ্রান্ড মাস্টার, আন্তর্জাতিক মাস্টার, নারী গ্রান্ড মাস্টার ও নারী আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জনের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে “জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট” আয়োজন করতে পারা অত্যন্ত আনন্দ ও সম্মানের বিষয়।’ প্রতিযোগিতায় মোট ১৫ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।

সর্বশেষ খবর