রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

শাওন মোহামেডান না মেরিনার্সের

হকির দল বদল ঘিরে উত্তেজনা

ক্রীড়া প্রতিবেদক

হকির দল বদলের আগেই সারোয়ার মুর্শেদ শাওনকে ঘিরে মতিঝিল পাড়ার প্রতিবেশী দুই দলের উত্তেজনা চরম আকার ধারণ করেছে। মোহামেডানের কর্মকর্তা আরিফুর রহমান প্রিন্সের দাবি শাওন মোহামেডানে খেলবে এ নিয়ে তার সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়েছে। শাওনের সঙ্গে কথাও হয় নওগাঁ থেকে ক্লাবে পৌঁছানোর পরই। ওকে তার পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া হবে। সব কিছু যখন ঠিকঠাক তখন মেরিনার্স তাকে দলে টানতে নওগাঁয় ওর বাসায় উপস্থিত হয় এবং জোরপূর্বক তার হাতে অগ্রিম ২ লাখ টাকা তুলে দেয়। শাওন নওগাঁ থেকে সরাসরি মোহামেডানেই আসে। ২ লাখ টাকা মেরিনার্সকে ফিরিয়ে দিতে প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু অবাক কাণ্ড শুক্রবার রাতে ক্লাব ভাঙচুর করে মেরিনার্সের কর্মকর্তারা জোরপূর্বক শাওন ও আরেক জন খেলোয়াড়কে নিয়ে যায়। আমরা পরে থানায় যোগাযোগ করি। শাওন পরবর্তীতে মোহামেডান ক্লাবে ফিরে আসে।

প্রিন্সের অভিযোগকে বানোয়াট ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন মেরিনার্স ইয়াংসের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান রানা। তিনি বলেন, ‘আরে ভাই শাওন তো শেষ লিগেও মেরিনার্সে খেলেছে। ওকে পুনরায় দলে রাখতে এ মাসের ৯ তারিখে নওগাঁ গিয়ে তার বাসায় অগ্রিম ২ লাখ টাকা দিয়ে আসি। অথচ বাস যোগে ঢাকা পৌঁছানোর পর মোহামেডান জোর করে ক্লাবে নিয়ে যায়। শাওন নিরাপত্তাহীনতা ভুগছে বলে মতিঝিল থানায় জিডিও করা হয়েছে। শাওন মতিঝিল থানায় অভিযোগ দেওয়ার পর থানা থেকে জানানো হয় বড় কর্তারা এলে শাওনের ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। এরপরই পাল্টে যায় দৃশ্য। আমরা ওসি সাহেবকে ফোন করলে তিনি জানান আমরা নাকি মোহামেডান ক্লাব ভাঙচুর করেছি। যা কোনোভাবেই সত্য নয়। এরপর বলা হয় শাওন নিজেই মোহামেডানে খেলতে চায়। যে শাওন জিডি করল সে আবার মত পাল্টায় কীভাবে? এখানে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র কাজ করছে। শাওন মেরিনার্সের এটিই সত্য। এর বাইরে কিছু হলে পরবর্তীতে আমরা আমাদের সিদ্ধান্তের কথা জানাব।’ 

সর্বশেষ খবর