বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ব্রুজোনের ভাবনায় সাফ চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক

ব্রুজোনের ভাবনায় সাফ চ্যাম্পিয়নশিপ

বসুন্ধরা কিংসের শিরোপা ধরে রাখার মধ্য দিয়ে ফুটবল মৌসুমের পর্দা নেমেছে। কিংসের দায়িত্ব আপাতত শেষ। অস্কার ব্রুজোন এখন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করবেন। জেমি ডে-কে দায়িত্ব থেকে তিন মাসের অব্যাহতি দিয়েছে বাফুফে। ফেডারেশন নতুন কোচের নাম ঘোষণা করলেও ব্রুজোন নাকি রাজি হচ্ছিলেন না। পরে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বিশেষ অনুরোধে সম্মত হন। তবে ব্রুজোন যেসব শর্ত দিয়েছেন তা মানাতেই তাঁকে রাজি করানো সহজ হয়।

গতকাল দ্বিতীয় দফায় ব্রুজোনের সঙ্গে বৈঠকে বসেন সালাউদ্দিন। এ সময় সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগও উপস্থিত ছিলেন। আলোচনায় একটাই এজেন্ডা ছিল সাফ চ্যাম্পিয়শিপ। ব্রুজোন বলেছেন, লিগ শেষ কিংসও চ্যাম্পিয়ন হয়েছে। এখন তার ভাবনায় শুধুই সাফ। দায়িত্ব বুঝে নিলেও আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে ব্রুজোন তাঁর পরিকল্পনার কথা জানাবেন। সোমবার পেশাদার লিগের পর্দা নামার পরই সাফের দল ঘোষণা ও প্রস্তুতি শুরুর তারিখ ঘোষণা করার কথা ছিল। আজ ব্রুজোন নতুন করে খেলোয়াড়দের তালিকা দেবেন। তারাই যাবেন মালদ্বীপে। ১ অক্টোবর থেকে সাফ ফুটবলের পর্দা উঠবে।

সর্বশেষ খবর