বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

এখনো সবুজ সংকেত মেলেনি কিংসলের

ক্রীড়া প্রতিবেদক

এখনো সবুজ সংকেত মেলেনি কিংসলের

কিংসলে

অস্কার  ব্রুজোন জাতীয় দলের কোচ হিসেবে প্রথম সংবাদ সম্মেলন করেছেন। প্রস্তুতির জন্য গতকাল ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণাও করেন তিনি। জেমি ডে যে দল দিয়েছিলেন সেখান থেকে ৮ জন বাদ দেওয়া হয়েছে। সবচেয়ে বড় চমক হচ্ছে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান এলিটা কিংসলের ডাক পাওয়া। প্রথমবারের মতো নাগরিকত্ব পাওয়া কোনো বিদেশি ফুটবলার জাতীয় দলের অনুশীলনে নামছেন।

অনুশীলন করলেও কিংসলে যে সাফ ফুটবলে বাংলাদেশের জার্সি গায়ে জড়াবেন তা নিশ্চিত নয়। বাংলাদেশি হিসেবে চ্যাম্পিয়ন বসুন্ধরার হয়ে তিনি পেশাদার লিগও খেলেছেন। গোল করেছেন ৪টি। তবে জাতীয় দলের খেলার জন্য এখনো ছাড়পত্র পাননি কিংসলে। ফেডারেশন তার বাংলাদেশি পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র সবই ফিফা বা এএফসির কাছে জমা দিয়েছে। এক সপ্তাহ বেশি সময় পার হয়ে গেলেও বাফুফে কোনো সবুজ সংকেত পায়নি। ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, আমি আশাবাদী কিংসলের যা যা দরকার আমরা তা পাঠিয়েছি। আশা করি এএফসি তাকে সাফ ফুটবলে খেলার জন্য অনুমতি দেবে।

সর্বশেষ খবর