বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

রবসন-খালিদরা ছুটিতে গেলেন

ক্রীড়া প্রতিবেদক

সফল মিশন। প্রথমবারের মতো বাংলাদেশের ঘরোয়া ফুটবল খেলতে এসে চ্যাম্পিয়নের স্বাদ নিয়েছেন তারা। ব্রাজিলের রবসন রবিনহো, জনাথন ফার্নান্দেজ ও ইরানের খালিদ শাফি খেলেছেন বসুন্ধরা কিংসে। আর্জেন্টিনার  রাউল বেসেরাও ছিলেন তাদের সতীর্থ। চার বিদেশির নৈপুণ্যে শিরোপা ধরে রাখা সহজ হয়েছে কিংসের। রবসন যে নৈপূণ্য প্রদর্শন করেছেন তা দেখে ফুটবল বিশ্লেষকদের মন্তব্য বাংলাদেশের ফুটবলে এমন মানসম্পন্ন বিদেশির দেখা মেলেনি। ২১ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যান্ড কমিউনিটি তাকে লিগ সেরার পুরস্কারও দিয়েছে। অভিষেকেই মাতিয়েছেন রবসন।

রাউল বেসেরা আগেই দেশে ফিরে গেছেন। গতকাল সকালে ঢাকা ছাড়েন খালিদ। রাতে রবসন ও ফার্নান্দেজ। যাওয়ার আগে তিনজনই বলে গেছেন বসুন্ধরার সব কিছুতেই তারা মুগ্ধ। রবসন ও খালিদ ঢাকা ছাড়লেও এক মাস পর তারা ক্লাবে ফিরে আসবেন। ছুটি কাটিয়ে আবার তারা অনুশীলনে নামবেন।

সর্বশেষ খবর