বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
হকির দলবদল

এবার বিদেশির সন্ধানে

ক্রীড়া প্রতিবেদক

প্রিমিয়ার হকি লিগের দলবদল শেষ হচ্ছে আজ। জাতীয় দলের খেলোয়াড়দের জন্য এবার পুল ছিল। মোহামেডান, আবাহনী ও মেরিনার্স এই তিন জায়ান্ট কোটা পূরণ করে ঘর গুছিয়েছে। শিরোপার লড়াইয়ে এ তিন দলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এ নিয়ে সংশয় নেই। আরেক শক্তিশালী দল ঊষা ক্রীড়া চক্র প্রিমিয়ার লিগে নেই। আগেরবার লিগ বয়কট করায় বাইলজের ধারা মেনে দলটিকে প্রথম বিভাগে নামানো হয়। হকির ইতিহাসে এই প্রথম কোনো চ্যাম্পিয়ন দল শৃঙ্খলা ভাঙার অপরাধে রেলিগেটেড হয়েছে।

আজ শেষ দিন হলেও তারকা বা লোকাল কালেকশন শেষ। এবার পালা বিদেশিদের এনে দলের শক্তি বাড়ানো। এবার নতুনত্ব হচ্ছে প্রতিটি ক্লাবই ৭ জন করে বিদেশি খেলোয়াড়ের নাম নিবন্ধন করবে। তবে খেলতে পারবে ৪ জন। বিদেশি কালেকশনে বড় ক্লাব ইতিমধ্যে নেমে পড়েছে। ৪১ বছর পর ভারত অলিম্পিক গেমসে ব্রোঞ্জ জিতেছে। তাই ভারতীয়দের দিকেই চোখ থাকবে। তবে অলিম্পিকে খেলা খেলোয়াড়দের আনাটা কঠিন। সেক্ষেত্রে পাকিস্তান ও মালয়েশিয়ানদের আনার চেষ্টা থাকবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর