রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

স্বপ্ন দেখাচ্ছে অস্কারের কোচিং টেকনিক

ক্রীড়া প্রতিবেদক

স্বপ্ন দেখাচ্ছে অস্কারের কোচিং টেকনিক

অস্কার ব্রুজোনের ক্লাসে মনোযোগী ছাত্র জামাল ভূঁইয়ারা -বাফুফে

সাফ চ্যাম্পিয়নশিপের ঠিক পূর্ব মুহূর্তে জাতীয় ফুটবল দলের কোচিং স্টাফে আমূল পরিবর্তন এনেছে বাফুফে। তবে এই পরিবর্তন নাকি হঠাৎ করেই হয়নি। বেশ কয়েকদিন ধরেই বাফুফে সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির মধ্যে আলোচনা চলছিল। জেমি ডে’র পরিবর্তে সেরা বিকল্প হিসেবে অস্কার ব্রুজোনের কাঁধে দায়িত্ব তুলে দেওয়ার সম্ভাব্যতা নিয়ে যাচাই চলছিল। অবশেষে তাই করা হলো। দায়িত্ব নেওয়ার পর পরই জাতীয় দল নিয়ে অনুশীলনে মগ্ন হয়ে পড়েছেন অস্কার ব্রুজোন।

বসুন্ধরা কিংসকে টানা দুবার লিগ শিরোপা উপহার দেওয়ার এ স্প্যানিশ কোচের টেকনিক নিয়ে এরই মধ্যে বাফুফে সভাপতি বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন। গতকাল দলের অনুশীলন দেখলেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদও। তিনিও মুগ্ধ কোচের টেকনিকে। অনুশীলন দেখে মিডিয়াকে বলেন, ‘আগের কোচ এবং অস্কারের টেকনিকে বেশ পার্থক্য আছে। তার টেকনিক নিয়ে আমি বেশ আশাবাদী। হাতে মোটামুটি সময় আছে। আর ফুটবলাররাও অনুশীলনেই ছিল। আশা করি, মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না।’ এলিটা কিংসলের বিষয়টা এখনো অমীমাংসিতই রয়ে গেছে বলে জানালেন কাজী নাবিল। অস্কার ব্রুজোনের ক্লাসে বেশ মনোযোগী ফুটবলাররা। দ্রুত কোচের ফুটবল নীতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা। কৌশল রপ্ত করে সাফ চ্যাম্পিয়নশিপে ভালো ফল উপহার দিতে চান। আক্রমণভাগের খেলোয়াড় সুমন রেজা বলেন, ‘রানিং আর পজিশন নিয়ে কাজ করা হয়েছে। প্রত্যেকের পজিশন সম্পর্কেও বিস্তারিত ধারণা দিয়েছেন কোচ। বল পজেশন নিয়েও কাজ হয়েছে। কোচের পরিকল্পনা কাজে লাগাতে পারলে সাফ চ্যাম্পিয়নশিপে ভালো করতে পারব আশা করি।’

সর্বশেষ খবর