সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

জয়ের হাসি নিয়ে ফিরছেন সাবিনারা

ক্রীড়া প্রতিবেদক

জয়ের হাসি নিয়ে ফিরছেন সাবিনারা

নেপালে দুটি প্রস্তুতি ম্যাচের পর এশিয়ান কাপ বাছাই পর্বেও দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশের নারী ফুটবল দল। চারটি ম্যাচের মধ্যে কেবল একটিতে ড্র (নেপালের সঙ্গে)। তবে শেষটা ঠিকই জয়ের হাসিতে রাঙালেন সাবিনা খাতুনরা। গতকাল তাসখন্দের জার অ্যাকাডেমি ট্রেনিং গ্রাউন্ডে এক প্রীতি ম্যাচে ৫-০ গোলে হংকংকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশের মেয়েরা ম্যাচের শুরু থেকেই ফিফা র‌্যাঙ্কিংয়ে নিজেদের চেয়ে অনেকটা এগিয়ে থাকা হংকংয়ের জালে গোল উৎসব করতে থাকে। তহুরা খাতুন প্রথম গোল করেন ১৮ মিনিটে। এরপর সাবিনা খাতুন করেন চার গোল (৪৩, ৫৪, ৫৭ ও ৮৫)। প্রীতি ম্যাচের আগেরদিনই কোচ গোলাম রব্বানী ছোটন বলেছিলেন, হংকংয়ের বিপক্ষে ম্যাচটি মেয়েদের জন্য দারুণ এক অভিজ্ঞতা হবে। সত্যিই দারুণ এক অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছেন মেয়েরা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েদের অবস্থান ১৩৭ নম্বরে। অন্যদিকে হংকংয়ের মেয়েরা অবস্থান করছে ৭৬ নম্বরে। নিজেদের চেয়ে অনেকটা এগিয়ে থাকা দলের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছেন সাবিনা খাতুনরা।

সর্বশেষ খবর