মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বদলে যাচ্ছে পেশাদার লিগ

ক্রীড়া প্রতিবেদক

বদলে যাচ্ছে পেশাদার লিগ

ফুটবলপ্রেমীরা চাচ্ছেন পেশাদার লিগের জৌলুস ও প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে দলের সংখ্যা বাড়ানো হোক। আসরটা যখন দেশসেরা তখন জেলা সম্ভব না হলেও প্রতিটি বিভাগের ক্লাবের লিগে খেলার ব্যবস্থা করা। যাক নতুনত্ব আনতে শেষ পর্যন্ত লিগ কমিটি নড়েচড়ে বসছে। আর তা এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ছাড়পত্র পাওয়ার জন্য। চ্যাম্পিয়ন্স লিগের প্রধান শর্ত হলো একেকটি ক্লাবকে কমপক্ষে ২৭টি ম্যাচ খেলতে হবে। এখন ১৩টি থাকায় দুই পর্ব মিলিয়ে প্রতিটি দল ২৪টি করে ম্যাচে অংশ নিচ্ছে। লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী চাচ্ছেন নতুন লিগেই তা কার্যকরী করতে। প্রশ্ন হচ্ছে পদ্ধতিটা কেমন? নতুন মৌসুমে দলের সংখ্যা না বাড়িয়েও ২৭ বা তার চেয়ে বেশি ম্যাচ হতে পারে। আর তা দুই পর্বে ২৪ ম্যাচের পর শীর্ষ পাঁচ ক্লাবকে নিয়ে সুপার লিগের ব্যবস্থা করা। তাহলে এএফসির শর্ত পূরণ হবে। বাঁধা হচ্ছে বাফুফে চাচ্ছে শুধু সুপার লিগের পয়েন্ট ধরে শিরোপা নির্ধারণ করা। এখানেই অধিকাংশ ক্লাবের আপত্তি। দুই লেগে যারা শীর্ষে থাকবে অথচ শিরোপা নিষ্পত্তি সুপার লিগে। এ নিয়েই যত জটিলতা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর