বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

কিংস পারলেও পারেনি বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

একজন ফুটবলারের বড় স্বপ্ন জাতীয় দলে খেলা। নাইজেরিয়ার এলিটা কিংসলে দীর্ঘদিন ঘরোয়া আসরে খেলছেন। বাংলাদেশে বিয়ে করায় তিনি নাগরিকত্বও পেয়ে যান। এরপর থেকেই বসুন্ধরা কিংস তাঁকে বাংলাদেশি হিসেবে লিগে নামাতে তৎপরতা শুরু করে দেয়। বাংলাদেশি পাসপোর্ট ও নাগরিকত্বের জরুরি যেসব কাগজপত্রের প্রয়োজন  কিংস তা সম্পন্ন করে। কিংসলেই প্রথম খেলোয়াড় যিনি বাংলাদেশের নাগরিক হয়ে পেশাদার লিগ খেললেন। সাংগঠনিক ক্যারিশমায় কিংসলেকে নতুন পরিচয়ে মাঠে নামায় বসুন্ধরা কিংস। সেখানে কি না দেশের ফুটবলের অভিভাবক সংস্থা বাফুফে ব্যর্থতার পরিচয় দেয়।  ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ নিশ্চয়তা দিয়েছিলেন কিংসলে সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন। কারণ ওর জাতীয় দলের হয়ে খেলতে প্রয়োজনীয় কাগজপত্র যা যা দরকার বাফুফে তা ফিফার কাছে পাঠিয়েছে। এরপরও কেন হবে না। এটা কি বাফুফের কূটনৈতিক পরাজয় নয়? কিংস পারলে ফুটবলে দেশের সর্বোচ্চ সংস্থা পারল না কেন? এর কারণ কর্মকর্তারা ভালোভাবে তুলে ধরতে পারেননি।

সর্বশেষ খবর