কিলিয়ান এমবাপ্পের সঙ্গে ওয়ান-টু খেলে গোল পোস্টের ডান কর্নারে গোল করলেন লিওনেল মেসি। পার্ক ডি প্রিন্সেস স্টেডিয়ামের গ্যালারিতে থাকা দর্শকরা যেন পাগল হয়ে গেল! মেসি, মেসি চিৎকারে চারপাশ কাঁপিয়ে তুলল তারা। মহাসমুদ্রের গর্জন উঠল। পিএসজির জার্সিতে আর্জেন্টাইন তারকার প্রথম গোলের উৎসবটা স্মরণীয় করে রাখল সমর্থকরা। চ্যাম্পিয়ন্স লিগে ১২১ নম্বর গোল করলেন লিওনেল মেসি। প্যারিসে পিএসজি-ম্যানসিটি…