বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
প্যারিসের রাজা

মেসির প্রথম গোল

ক্রীড়া ডেস্ক

মেসির প্রথম গোল

কিলিয়ান এমবাপ্পের সঙ্গে ওয়ান-টু খেলে গোল পোস্টের ডান কর্নারে গোল করলেন লিওনেল মেসি। পার্ক ডি প্রিন্সেস স্টেডিয়ামের গ্যালারিতে থাকা দর্শকরা যেন পাগল হয়ে গেল! মেসি, মেসি চিৎকারে চারপাশ কাঁপিয়ে তুলল তারা। মহাসমুদ্রের গর্জন উঠল। পিএসজির জার্সিতে আর্জেন্টাইন তারকার প্রথম গোলের উৎসবটা স্মরণীয় করে রাখল সমর্থকরা। চ্যাম্পিয়ন্স লিগে ১২১ নম্বর গোল করলেন লিওনেল মেসি।

প্যারিসে পিএসজি-ম্যানসিটি মুখোমুখি হয়েছিল মঙ্গলবার। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে দেখা হয়েছিল দুই দলের। দুই লেগের লড়াইয়ে ম্যানসিটির কাছে ৪-১ ব্যবধানে হেরেছিল পিএসজি। এবারে একই গ্রুপে দুই দল। দুই পক্ষের কোচ দুজন ঠিক থাকলেও দলে বেশ পরিবর্তন এসেছে। পিএসজিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। ম্যানসিটি থেকে চলে গেছেন আগুয়েরো। তবে লড়াইয়ের উত্তাপে কোনো কমতি ছিল না। প্যারিসে ২-০ গোলে ম্যানসিটিকে হারিয়ে দিল পিএসজি। ম্যাচের অস্টম মিনিটে ইদ্রিসার গোলে এগিয়ে যায় ফরাসি ক্লাব। এরপর ৭৪তম মিনিটে এমবাপ্পের ব্যাকহিল পাসে বল পেয়ে গোল করেন মেসি। পিএসজির জার্সিতে চতুর্থ ম্যাচ খেলতে নেমে গোলের দেখা পেলেন মেসি। এ জয়ে গ্রুপের শীর্ষস্থান দখল করল পিএসজি। তবে ম্যানসিটিও দুর্দান্ত খেলেছে। ১৮ বার আক্রমণ করেছে পিএসজির গোলমুখে। এর মধ্যে অন্তত চারটি নিশ্চিত গোল বাঁচিয়েছেন পিএসজির ইতালিয়ান গোলরক্ষক ডোনারুমা।

এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার মলদোভান ক্লাব শেরিফ টিরাস্পালের কাছে ২-১ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমা একটি গোল করলেও দলকে জেতাতে পারেননি। শেরিফের পক্ষে গোল দুটি করেন জাসুরবেক ও সেবাস্তিয়ান। গ্রুপে আগের ম্যাচেও শেরিফ জয় পেয়েছে শাখতারের বিপক্ষে। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে তারা। ৩ পয়েন্ট নিয়ে দুয়ে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার লিভারপুল ৫-১ গোলে হারিয়েছে পোর্তোকে। অলরেডদের পক্ষে দুটি করে গোল করেছেন মোহাম্মদ সালাহ (১৮, ৬০) ও রবার্তো ফিরমিনো (৭৭ ও ৮১)। এছাড়াও একটি গোল করেন স্যাডিও মানে (৪৫)। এ জয়ে ৬ পয়েন্ট নিয়ে বি গ্রুপের শীর্ষে অবস্থান করছে লিভারপুল। এই গ্রুপে অ্যাটলেটিকো মাদ্রিদ ৪ পয়েন্ট নিয়ে দুয়ে অবস্থান করছে। জয় পেয়েছে জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ডও। তারা পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপিকে ১-০ গোলে হারিয়ে সি গ্রুপে দুয়ে অবস্থান করছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর