শুক্রবার, ১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বার্সা চেলসির হারের দিনে বায়ার্ন জুভেন্টাসের জয়

ক্রীড়া ডেস্ক

বার্সেলোনার বিপক্ষে আরেকটি জয় পেতে ৬০ বছর অপেক্ষা করতে হয়েছে বেনফিকাকে। ১৯৬১ সালে পর্তুগিজ ক্লাবটি সর্বশেষ হারিয়েছিল স্প্যানিশ জায়ান্টদের। পরশু রাতে চ্যাম্পিয়ন্স লিগে ‘ই’ গ্রুপের ম্যাচে বেনিফকা ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে লিওনেল মেসিবিহীন বার্সেলোনাকে। এ নিয়ে টানা দুই ম্যাচে হারল স্প্যানিশ ক্লাবটি। আগের ম্যাচেও একই ব্যবধানে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কাছে হেরেছিল রোনাল্ড কোম্যানের দল। পরশু রাতে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে হারের তিক্ত স্বাদ দিয়েছে জুভেন্টাস। অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে রোনালদোবিহীন জুভেন্টাস ১-০ গোলে হারিয়েছে চেলসিকে। ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ মিনিটের গোলে ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ গোলে ভিলারিওলকে হারিয়েছে। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় পোলিশ স্ট্রাইকার রবার্তো লেভানডোভস্কির জোড়া গোলের ম্যাচে বায়ার্ন মিউনিখ ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ডায়নাভো কিয়েভকে। আগের ম্যাচে বায়ার্নকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছিল বায়ার্ন।

অ্যালিয়াঞ্জ ফ্রাঞ্জে ‘ই’ গ্রুপের ম্যাচে টানা দ্বিতীয় জয় পেতে বায়ার্নের পক্ষে জোড়া গোল করেছেন লেভানডোভস্কি, সার্জিও জিনাব্রি, লেরয় সানে ও এরিক মাক্সিম চুপো মোটিং। বায়ার্ন সব মিলিয়ে এই মৌসুমে ১০ ম্যাচে গোল করেছে ৪৬টি। গোল খেয়েছে মাত্র ৬টি। পোলিশ তারকা চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত গোল করেছেন ৯৮ ম্যাচে ৭৭টি। পরশু রাতে চেলসিকে ১-০ গোলের হারানোর ম্যাচে জুভদের নায়ক ফেডেরিকো চিয়েসা। জুভেন্টাস আগের ম্যাচে ৩-০ গোলে হারিয়েছিল মালমোকে। ‘এইচ’ গ্রুপে আরেক ম্যাচে জেনিত সেন্ট পিটার্সবুর্গ ৪-০ গোলে হারিয়েছে মালমোকে।      

সর্বশেষ খবর