শিরোনাম
শনিবার, ২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

এমসিসির প্রথম নারী প্রেসিডেন্ট

ক্রীড়া ডেস্ক

এমসিসির প্রথম নারী প্রেসিডেন্ট

ক্লেয়ার কনোর

ড্রেসিংরুম ও বোর্ড রুমের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করব আমি। নতুন এ দায়িত্ব আমাকে সম্মানিত করেছে। ক্লাবের কমিটিতে থাকা অন্য সদস্যদের নিয়ে ভালোভাবে কাজ করার চেষ্টা থাকবে আমার।

আন্তর্জাতিক ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ক্লেয়ার কনোর। এমসিসির ২৩৪ বছরের ইতিহাসে প্রথম ঘটনা এটি। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারার স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। অথচ একটা সময় এমসিসি কার্যালয়ে রানী ছাড়া অন্য নারীদের প্রবেশাধিকারই ছিল না। কনোর বর্তমানে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের নারী ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক পদে কাজ করছেন। ২০১১ সালে তিনি আইসিসি নারী ক্রিকেট কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবেরও তিনি একজন পরিচালক। কনোর গতকাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন। তার সঙ্গে এমসিসির চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়েছেন ব্রুস কার্নেগি-ব্রাউন। কনোর ইংল্যান্ড নারী দলের অধিনায়ক ছিলেন। তার নেতৃত্বেই ৪২ বছর পর নারী অ্যাশেজ সিরিজে ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে হারায় ইংল্যান্ড। কনোর দায়িত্ব নেওয়ার পরই ২০১৪ সালে ইসিবিতে মেয়েদের ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তির পদ্ধতি চালু হয়। নারী ক্রিকেটের অগ্রগতিতে অসামান্য ভূমিকা পালন করেছেন তিনি।  নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রীয়ায় কনোর বলেন, ‘ড্রেসিংরুম ও বোর্ড রুমের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করব আমি। নতুন এ দায়িত্ব আমাকে সম্মানিত করেছে। ক্লাবের কমিটিতে থাকা অন্য সদস্যদের নিয়ে ভালোভাবে কাজ করার চেষ্টা থাকবে আমার।’

সর্বশেষ খবর