শনিবার, ২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ব্যবধান নয় জয়টাই মুখ্য

আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, সাবেক ফুটবলার

ব্যবধান নয় জয়টাই মুখ্য

ফুটবল গোলের খেলা। বাংলাদেশ ১-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ মিশন শুরু করেছে। আমি কোচ অস্কার ব্রুজোন ও খেলোয়াড়দের অভিনন্দন জানাই। যে কোনো টুর্নামেন্টে প্রথম ম্যাচের গুরুত্ব অনেক। আর জয়টা খুবই জরুরি। তাহলে আত্মবিশ্বাস নিয়েই সামনে এগোনো যাবে। এবার আবার সাফ চ্যাম্পিয়নশিপে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা। দুই শীর্ষ দল ফাইনাল খেলবে। সে ক্ষেত্রে প্রতিটি ম্যাচই ফাইনালের মতো। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জয় পেলেও কেউ কেউ হয়তো পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি। বলতে পারেন, অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে ব্যবধানটা আরও বড় হওয়া উচিত ছিল।

দক্ষিণ এশিয়ার ফুটবলে দেশগুলোর মান প্রায় একই রকম। এখানে কে জিতবে আর কে হারবে বলা মুশকিল। বাংলাদেশের জয়ই এখানে মুখ্য। ব্যবধান কম কথাটা বড্ড বেমানান। আমি অস্কার ব্রুজোনকে ধন্যবাদ জানাই। তিনি বিপদের সময় বাংলাদেশের কোচ হতে রাজি হয়েছেন। ভদ্রলোক এক সপ্তাহ সময় পাননি ট্রেনিংয়ের। অথচ প্রথম ম্যাচে শিষ্যদের যে কৌশলে খেলিয়েছেন তাতে আমি মুগ্ধ। নিজেদের ঠিক রেখে বাংলাদেশ আক্রমণে গেছে। অপ্রিয় হলেও সত্যি যে, বাংলাদেশে গতিসম্পন্ন খেলোয়াড় নেই যে জোরালো আক্রমণ করবে। অস্কার তো দীর্ঘদিন ধরে ঘরোয়া আসরে খেলোয়াড়দের দেখছেন। কোন কৌশলটা বেটার তিনি ভালোমতোই বোঝেন। পেনাল্টি থেকে জয় এসেছে। তবুও তপুর প্রশংসা না করে পারছি না। ঠান্ডা মাথায় বল তিনি জালে জড়িয়েছেন। সব মিলিয়ে ধন্যবাদ পাওয়ার যোগ্য বাংলাদেশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর