শিরোনাম
শনিবার, ২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ঢাকায় আসছেন পাকিস্তানের হকি তারকা আব্বাস

ক্রীড়া প্রতিবেদক

৭ অক্টোবর ক্লাব কাপের মধ্য দিয়ে হকি মৌসুমের পর্দা উঠছে। দলগুলো অনুশীলনেও নেমে পড়েছে। লোকালদের পাশাপাশি শক্তি বাড়াতে দলগুলো বিদেশি খেলোয়াড় আনতে উঠেপড়ে লেগেছে। মোহামেডান, আবাহনী, মেরিনার্স- শিরোপাপ্রত্যাশী তিন ক্লাবই এ ক্ষেত্রে এগিয়ে। পাকিস্তান ও ভারতীয় খেলোয়াড়দের প্রাধান্য দিয়েই ঘর সাজাতে চাচ্ছে তারা। লিগ কমিটির নিয়ম অনুযায়ী এবার সাতজন বিদেশি খেলোয়াড়ের নাম নিবন্ধন করা যাবে। খেলতে পারবেন চারজন।

মোহামেডান হকি কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তা আরিফুর রহমান প্রিন্স বলেন, ‘আমরা পাকিস্তানের জাতীয় দলের ডিফেন্ডার তাসাওয়ার আব্বাস, গোলরক্ষক আলি আমজাদ ও রক্ষণভাগের খালিদের সঙ্গে কথা বলেছি। তারাও আগ্রহ দেখিয়েছেন। তবে সরকারি অনুমোদন ও ভিসা জটিলতায় ক্লাব কাপের শুরুতে খেলাতে পারব কি না নিশ্চিত নই। এ ছাড়া ভারতীয় অনূর্ধ্ব-২৩ দলের দুই খেলোয়াড়ের নাম নিবন্ধন করব। আশা করি ভারতীয়দের পাওয়া যাবে।’

‘আমরা পাকিস্তানের জাতীয় দলের ডিফেন্ডার তাসাওয়ার আব্বাস, গোলরক্ষক আলি আমজাদ ও রক্ষণভাগের খালিদের সঙ্গে কথা বলেছি। তারাও আগ্রহ দেখিয়েছেন।’
আবাহনীর কর্মকর্তা জ্যাকি আহমেদ রিপন বলেন, ‘ক্লাব কাপে বিদেশি আনার চেষ্টা চলছে। যাদের সঙ্গে আলোচনা হচ্ছে তারা শিডিউল দেখে চূড়ান্ত কথা দেবেন। ভারত ও মালয়েশিয়ার সঙ্গেও কথা হচ্ছে। তবে এতটুকু বলতে পারি, সেমিফাইনালে উঠলে বিদেশি দিয়ে খেলানোটা নিশ্চিত।’

মেরিনার্সও বিদেশি খেলোয়াড় আনবে। ক্লাবের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান রানা বলেন, ‘ক্লাব কাপে বিদেশি দেখেই বুঝব এরা লিগে চলে কি না।’

সর্বশেষ খবর