বুধবার, ৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ভাবনায় এখন ফাইনাল

ভাবনায় এখন ফাইনাল

ওদেরকে (ভারত) ভয় পাওয়ার কিছু নেই। ওরাও তোমাদের মতোই একটা দল। নিজেদের যোগ্যতা মেলে ধর। দেখবে, ওরাই তোমাদের দিকে শ্রদ্ধার দৃষ্টিতে তাকাবে। এভাবেই নাকি অস্কার ব্রুজোন ভারত ম্যাচের জন্য জামালদের উদ্বুদ্ধ করেছিলেন। দলের আক্রমণভাগের ফুটবলার মতিন মিয়া জানালেন, ভারতের বিপক্ষে খেলতে নামার আগে অস্কার এমন এক মন্ত্র ফুঁকে দেন যা দলকে নির্ভার করে তোলে। ১০ জন নিয়ে খেলার সময়ও তাই বাংলাদেশ দল জয়ের কথাই ভেবেছে।

আগামীকাল স্বাগতিকদের মুখোমুখি হবেন জামাল ভূইয়ারা। গতকাল এ ম্যাচের প্রস্তুতি নিয়েছেন। আজও নিবেন। এদিকে প্রবাসী বাংলাদেশি দর্শকরাও মালদ্বীপ ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছে। গতকাল দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছেন। অনেকে টিকিট না পেয়ে দুঃখ পেয়েছেন। বিক্ষোভ প্রকাশ করেছেন। প্রবাসীরা অভিযোগ করেছেন, ২০০ টিকিট দেওয়া হয়েছে তাদেরকে। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেছেন, বাংলাদেশের সমর্থকদেরকে প্রায় ৫ হাজার টিকিটের মধ্যে অন্তত আট শতাংশ দেওয়ার কথা। সেই হিসেবে অন্তত ৪০০ টিকেট পাওয়ার কথা বাংলাদেশি সমর্থকদের। মালদ্বীপের সমর্থকরাও টিকিটের জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছেন। আগামীকাল মাঠে ফুটবলারদের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতে সমর্থকদের লড়াইটাও দেখার মতো হবে!

‘আমরা এখন দারুণ আত্মবিশ্বাসী। বিশেষ করে ভারতের সঙ্গে ১০ জনের দল নিয়ে ড্র করার পর। এবার সামনে দুটি ম্যাচ আছে। এর মধ্যে একটাতে জিততেই হবে।’
সাফ চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচে চার পয়েন্ট সংগ্রহের পর বাংলাদেশের সামনে আরও চার পয়েন্ট সংগ্রহের মিশন। মালদ্বীপ ও নেপালের বিপক্ষে ম্যাচ দুটির মধ্যে একটাতে জিততে হবে। আরও একটাতে অন্তত ড্র করতে হবে ফাইনাল নিশ্চিত করতে হলে। বাংলাদেশ বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে নেপাল। নেপালের পরের দুই ম্যাচ ভারত ও বাংলাদেশের সঙ্গে। এ দুটিতে হারলে নেপালের বিদায় নিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশের কাছে মালদ্বীপ হারলে তাদেরও বিদায় নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে ফাইনালে দেখা হতে পারে বাংলাদেশ ও ভারতের! ৭ পয়েন্ট নিয়েও বাংলাদেশ ফাইনালে খেলতে পারবে। সেক্ষেত্রে কঠিন সমীকরণ কষতে হবে। নেপালকে হারাতে হবে। মালদ্বীপেরও হারতে হবে ভারতের কাছে। জটিল এই সমীকরণ এড়াতে হলে আগামীকাল মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প নেই জামালদের। প্রথম দুই ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করার পর এবার মালদ্বীপ ম্যাচেও ভালো ফলের প্রত্যাশা বাংলাদেশের। দলের গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন বলেন, ‘মালদ্বীপ আক্রমণভাগে বেশ শক্তিশালী। তবে আমাদের তিন জন গোলরক্ষকই দারুণ। তাদের আত্মবিশ্বাস আছে।’ ভারতের বিপক্ষে আনিসুর রহমান জিকোর ২/৩টি দুর্দান্ত সেভের প্রশংসাও করলেন নয়ন। গোলরক্ষক আনিসুর রহমান জিকো গতকাল বলেছেন, ‘আমরা এখন দারুণ আত্মবিশ্বাসী। বিশেষ করে ভারতের সঙ্গে ১০ জনের দল নিয়ে ড্র করার পর। এবার সামনে দুটি ম্যাচ আছে। এর মধ্যে একটাতে জিততেই হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর