বুধবার, ৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ডিফেন্ডাররা যখন ত্রাণকর্তা

ক্রীড়া প্রতিবেদক

ফুটবলে ডিফেন্ডারদের কাজ গোল রক্ষা করা। বাংলাদেশের জাতীয় দলে দেখা মিলছে অচেনা দৃশ্য। ডিফেন্ডারদের গোলেই জয়ের উৎসব করছে বা সমতা ফেরাচ্ছে। ডিফেন্ডাররা সুযোগ পেলে গোল করবেনই। দলে গোল করার সবারই দায়িত্ব। কোচ অস্কার ব্রুজোন জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর প্রথম ব্রিফিংয়েই শিষ্যদের তা বুঝিয়েছেন। কিন্তু স্ট্রাইকার বা আক্রমণভাগের খেলোয়াড়রা মাঠে বড্ড নি®প্রভ। এতটা সংকটাপন্ন অবস্থা যে গোল করতেই যেন ভুলে গেছেন। এবার মালেতে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে। সহজ-সহজ সুযোগ হাত ছাড়া করায় ম্যাচটি ড্র হতে চলেছিল। প্রথম ম্যাচে হোঁচট খাওয়া মানে বিপদে পড়ে যাওয়া। বাংলাদেশকে স্বস্তি এনে দেন ডিফেন্ডার তপু বর্মণ। তারই গোলে বাংলাদেশ জয়ে মিশন শুরু করে।

ভারতের বিপক্ষেও একই দৃশ্য। ১০ জন নিয়ে পিছিয়ে থেকেও জামাল ভূঁইয়ারা ম্যাচ ড্র করেছে। এ ফল নিঃসন্দেহে কৃতিত্বের। তবে ড্র নয়, ম্যাচে বাংলাদেশ জয় হাতছাড়া করেছে। রাকিব, মতিন মিয়া ও বিপলু অন্তত তিনটা সহজ সুযোগ হাত ছাড়া করেছেন। রাকিব তো একবার ভারতের গোলরক্ষককে একা পেয়েও শট নিতে ব্যর্থ হন। এমন ব্যর্থতার মধ্যে শেষ পর্যন্ত লেফটব্যাক ইয়াসিন আরাফাতের গোলে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরে। তাহলে কী ডিফেন্ডাররা বাংলাদেশের ত্রাণকর্তা? সামনে দুই ম্যাচে এই দৃশ্যের পরিবর্তন না হয় তাহলে ফাইনালের আশা ভেস্তে যেতে পারে।

সর্বশেষ খবর