শিরোনাম
বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

নতুন নির্বাচন পুরনো প্রতিনিধি

পাইলট পেলেন ২ ভোট, ১৯ জন পুনর্নির্বাচিত

ক্রীড়া প্রতিবেদক

নতুন নির্বাচন পুরনো প্রতিনিধি

নির্বাচন শেষ হয়নি তখনো। ভোটগ্রহণ চলছে। অথচ বাইরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের আগাম জয়োৎসব করছেন তার সমর্থকরা। শুধু নাজমুল হাসানের সমর্থকরাই নন, বর্ণিল সাজে ও নানা রঙের টি-শার্ট পরে বিভিন্ন প্রার্থীর সমর্থকরা দিনভর মিছিলে মিছিলে সরব রেখেছেন স্টেডিয়াম পাড়া। বিকালে ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই বিভিন্ন প্রার্থী জয়োৎসব করতে ব্যান্ড পার্টি এনে বাদ্য বাজনায় এক আনন্দঘন পরিবেশের তৈরি করে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। গতকালের বিসিবির নির্বাচনী চিত্র ছিল এমন। ২০১৭ সালের পর গতকাল পুনরায় বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়। এই প্রথম ক্রিকেট বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হলো মিরপুর স্টেডিয়ামে। বিসিবির গতকালের আলোচিত নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে সর্বোচ্চ ৫৩ ভোট পেয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, এনায়েত হোসেন সিরাজ ও গাজী গোলাম মর্তুজা পাপ্পা। প্রথমবারের মতো পরিচালক পদে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা, ওবেদ আর নিজাম, মনজুর আলম মনজু, ইফতেখার রহমান মিঠু, সালাউদ্দিন চৌধুরী এবং তানভীর আহমেদ টিটু। ক্যাটাগরি-১ থেকে ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খালেদ মাহমুদ সুজন। গতকাল বিসিবির আলোচিত নির্বাচনে ১৬ পরিচালক নির্বাচন করতে ভোট দিয়েছেন ১১৪ কাউন্সিলর। যদিও ভোটার ছিলেন ১২৭। ই-ব্যালট ও পোস্টাল ভোটার ছিলেন ৫৭ জন।

তিন ক্যাটাগরিতে নির্বাচন হয়েছে গতকাল। বিভাগ ও জেলা বা ক্যাটাগরি-১ থেকে ১০জন পরিচালকের মধ্যে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আ জ ম নাছির উদ্দীন, আকরাম খান, কাজী ইনাম আহমেদ, শেখ সোহেল, শফিউল আলম চৌধুরী নাদেল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও আলমগীর খান আলো। এছাড়া ঢাকা অঞ্চলের দুই পরিচালকের জন্য চারজন প্রার্থী থাকলেও নির্বাচনের আগে মাদারীপুরের খালিদ হোসেন ও কিশোরগঞ্জের সৈয়দ আশফাকুল ইসলাম টিটু সরে দাঁড়ান। ফলে ভোটের প্রয়োজন হয়নি। সর্বোচ্চ ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জের নাইমুর রহমান দুর্জয় ও নারায়ণগঞ্জের তানভীর আহেমদ টিটু। রাজশাহী অঞ্চলে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে হারিয়ে

 নির্বাচিত হয়েছেন সাইফুল আলম চৌধুরী স্বপন। তিনি ভোট পেয়েছেন ৭টি এবং পাইলট ২টি। হারলেও ক্রিকেট উন্নয়ন কাজ করতে চান পাইলট, ‘আশা করি স্বপন ভাই ক্রিকেটের উন্নয়নে কাজ করবেন। আমি সবসময় প্রস্তুত ক্রিকেট উন্নয়ন কাজ করতে।’   

নির্বাচনে সবার নজর ছিল ক্লাব বা ক্যাটাগরি-২-এর দিকে। এই ক্যাটাগরিতে ১২ পরিচালক নির্বাচিত হয়েছেন ৫৭ কাউন্সিলরের ভোটে। প্রার্থী ছিলেন ১৬। তবে শেষ মুহূর্তে একজন সরে দাঁড়ালে ১৫ প্রার্থীকে ভোট দেন কাউন্সিলররা। নির্বাচনে নাজমুল হাসানের সঙ্গে সর্বোচ্চ ৫৩ ভোট পেয়েছেন গাজী গোলাম মর্তুজা ও এনায়েত হোসেন সিরাজ। নির্বাচিত অপরাপর পরিচালকরা হচ্ছেন ইসমাইল হায়দার মল্লিক (৫২), নজিব আহমেদ (৫১), ওবেদ রশিদ নিজাম (৫১), ফাহিম সিনহা (৫০), ইফতেখার রহমান (৫০), সালাহ উদ্দিন চৌধুরী (৪৯), মনজুর কাদের (৪৯) মাহবুব উল আনাম (৪৭) ও মনজুর আলম (৪৬)। এই ক্যাটাগরির নতুন মুখ ওবেদ নিজাম, সালাহ উদ্দিন চৌধুরী, ফাহিম সিনহা, ইফতেখার রহমান, ও মনজুর আলম। হেরেছেন মাসুদুজ্জামান (৫), সাইফুল ইসলাম ভূঁইয়া (১০), মোহাম্মদ আব্দুর

রহমান (৬) ও রফিকুল ইসলাম (১০)। নির্বাচনের পর মিডিয়ার মুখোমুখিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত আরও অনেকেই আসতে পারতেন। কিন্তু আসেননি। তবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আরও খুশি হতাম কাউন্সিলররা আরও বেশি ভোট দিতেন।’

ক্যাটাগরি ৩ থেকে দুজন প্রার্থী নির্বাচনে দাঁড়ান। খালেদ মাহমুদ সুজন ৩৭ ভোট পান। নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল আবেদীন ফাহিম পান ৩ ভোট। আলোচিত এই ক্যাটাগরিতে বড় ব্যবধানে জিতলেও প্রতিপক্ষকে অভিবাদন জানান খালেদ মাহমুদ, ‘নির্বাচনে জিতে পরিচালক হতে পেরে ভালো লাগছে। প্রতিদ্বন্দ্বী ফাহিম ভাই একজন ভালো লোক। নির্বাচনে অংশ নেওয়ায় তাকে অভিনন্দন।’

সর্বশেষ খবর