শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

পরিচালকদের ৮ জনই সাবেক ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক

পরিচালকদের ৮ জনই সাবেক ক্রিকেটার

বিসিবির নির্বাচনে আমেজ ছিল। কিন্তু উত্তেজনা কিংবা সংশয় ছিল না। কে কে পরিচালক হবেন, পূর্বেই ধারণা করা গিয়েছিল। সেই ধারণা মতো ২৫ পরিচালক নির্বাচিত হয়েছেন। আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় পরিচালক হয়েছেন। বাকি ২৩ পরিচালকের ১৬ জন নির্বাচিত হয়েছেন কাউন্সিলরদের ভোটে। যার মধ্যে ৮ জনের ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। তিন পরিচালক আবার সাবেক অধিনায়ক।

বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বুধবার। ক্লাব ক্যাটাগরিতে ১২ পরিচালক নির্বাচিত হয়েছেন ৫৭ কাউন্সিলরের ভোটে। সর্বোচ্চ ৫৩ ভোট করে পেয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, এনায়েত হোসেন সিরাজ ও গাজী গোলাম মর্তুজা। ক্লাব ক্যাটাগরির ১২ পরিচালকের মধ্যে ক্রিকেটার রয়েছেন এনায়েত হোসেন সিরাজ, মাহাবুব উল আলম ও ইফতেখার রহমান মিঠু। এনায়েত হোসেন ১৯৭৯ সালের আইসিসি ট্রফিতে খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেছেন শান্তিনগর, মোহামেডান ও আজাদ বয়েজে। মাহাবুব উল আলম খেলেছেন মোহামেডানে। ইফতেখার রহমান খেলেছেন বিমানে। জেলা ও বিভাগ ক্যাটাগরিতে ক্রিকেটার রয়েছেন নাঈমুর রহমান দুর্জয়, আকরাম খান ও তানভীর আহমেদ টিটু। নাইমুর বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক। আকরামের নেতৃত্বে ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয় করে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলে বাংলাদেশ। ক্যাটাগরি -৩-এ তিন পরিচালকের দুজন আবার সাবেক ক্রিকেটার। ৩৭ ভোট পেয়ে নির্বাচিত খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। ক্যারিয়ারে তিনি খেলেছেন আবাহনী, মোহামেডান, বিমান, ব্রাদার্স ইউনিয়নে। জালাল ইউনুস খেলেছেন আবাহনী ক্লাবে।

সর্বশেষ খবর