শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ম্যাচ জিতব কখনো মনে হয়নি

ম্যাচে বাংলাদেশ জিতবে কখনো মনে হয়নি। আমি বলব আমরাই ওদের জয়ের পথ সহজ করে দিয়েছি। রক্ষণাত্মক খেলায় মালদ্বীপ জোরালো আক্রমণ করার সুযোগ পায়। বয়স বাড়লেও আলি আশফাক ছিলেন অপ্রতিরোধ্য।

মালদ্বীপের কাছে হেরে গেল বাংলাদেশ। দুই দলের লড়াইয়ে এ যেন চেনা দৃশ্য হয়ে উঠেছে। ২০০৩ সালের পর মালদ্বীপের বিপক্ষে জয় নেই। এবার সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়। পিছিয়ে থেকেও ১০ জন নিয়ে ভারতের সঙ্গে ড্র করায় অনেকে ভেবেছিলেন এবার মালদ্বীপকে হারাব। ওরা প্রথম ম্যাচে নেপালের কাছে হারায় গতকাল জয় ছাড়া পথ ছিল না। হার কিংবা ড্র করলে মালদ্বীপে ফাইনালের আশা অনেকটা শেষ হয়ে যেত। বাঁচা-মরার লড়াইয়ে মালদ্বীপ জয় পেয়ে যেমন ফাইনালের আশা জাগিয়ে রেখেছে। তেমনি বড় ঝুঁকিতে পড়ে গেল বাংলাদেশ। জানি না কে কী ভাববেন। তার পরও বলছি ম্যাচে বাংলাদেশ জিতবে কখনো মনে হয়নি। আমি বলব আমরাই ওদের জয়ের পথ সহজ করে দিয়েছি। রক্ষণাত্মক খেলায় মালদ্বীপ জোরালো আক্রমণ করার সুযোগ পায়। বয়স বাড়লেও আলি আশফাক ছিলেন অপ্রতিরোধ্য। বারবার তিনি বাংলাদেশের ডিফেন্স ভেঙে ফেলেছেন। প্রথমার্ধে গোল না হলেও দ্বিতীয়ার্ধে আরও উজ্জীবিত হয়ে ২-০ গোলে জিতে যায়। জামালদের ফাউলের প্রবণতা দেখে অবাক হয়েছি। একেবারে হযবরল বাংলাদেশকে দেখলাম ম্যাচে। তবু জিকোর দৃঢ়তায় ব্যবধানটা বড় হয়নি। এমন চেহারা যদি নেপালের বিপক্ষেও থাকে তাহলে আবারও সাফ ফুটবল থেকে আমাদের খালি হাতে ফিরতে হবে। প্রশ্ন হচ্ছে এই অবস্থা কত দিন? আমরা কি শুধু পিছিয়ে যাব। মালদ্বীপ ও নেপাল যেখানে এগিয়ে গেছে সেখানেই কিনা সাফ শিরোপাটা আমাদের কাছে স্বপ্নে পরিণত হয়েছে। এমন অবস্থায় বাফুফের কর্মকর্তারা কী ভাবছেন জানি না। তবে আমার মনে হয় ফুটবলকে আবার পাঠশালায় নিয়ে শিক্ষা দিতে হবে। তা না হলে এই করুণ হাল শত বছরেও কাটবে না।

 অনেক কষ্টে এ কথাগুলো বললাম। মালদ্বীপের সামনে বাংলাদেশকে গতকাল পাড়ার দল মনে হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর