সোমবার, ১১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

পেসাররাই গড়ে দেবেন ব্যবধান!

ক্রীড়া প্রতিবেদক

পেসাররাই গড়ে দেবেন ব্যবধান!

আইপিএলের পয়েন্ট টেবিলের তলানির দিকে দুই নম্বর দল রাজস্থান রয়্যালস। প্লে-অফে খেলার সুযোগ পায়নি বলে মুস্তাফিজুর রহমান আবুধাবিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন। সাকিব আল হাসান যোগ দিবেন আইপিএল শেষে। সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স প্লে-অফ খেলছে। টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের মূল লড়াই শুরু ১৭ অক্টোবর। ১২ ও ১৪ অক্টোবর যথাক্রমে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষ দুটি অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বলে মাহমুুদুল্লাহ বাহিনী এখন আবুধাবি। তবে ওমান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে উইকেট সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়েছে। ওমানের উইকেটগুলোতে সবুজ ঘাস থাকছে বলে কুয়াশায় পেসাররা বাড়তি সুবিধা পাবেন। মূল লড়াইয়ে নামার আগে জোড় লড়াই করতে হবে টাইগার পেসারদের। স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে সাফল্য পেতে মাহমুদুল্লাহ, মুশফিক, লিটন, সাকিব, আফিফদের ব্যাটের দিকে যেমন তাকিয়ে থাকতে হবে, তেমনি বোলিংয়ের মূল ভরসা পেস অ্যাটাকে মুস্তাফিজুর রহমান। যদিও টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে কাটার মাস্টারের সঙ্গে রয়েছেন আরও চার পেসার  মোহাম্মদ সাইফুদ্দিন, বাঁ হাতি পেসার শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন। রুবেলকে নেওয়া হয়েছে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার বেশ কয়েকদিন পর। স্কোয়াডে অকেশনাল পেসার হিসেবে রয়েছেন সৌম্য সরকার।

আইপিএল খেলে দুবাইয়ের কন্ডিশন সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়েছেন মুস্তাফিজ। আরব আমিরাতে আইপিএলের ফিরতি পর্বের ৭ ম্যাচ খেলে ৬ উইকেট পেয়েছেন বাঁ হাতি পেসার। ৫২ ম্যাচে ৭৬ উইকেট নেওয়া মুস্তাফিজই টাইগারদের পেস বোলিংয়ের মূল ভরসা। এবার নিয়ে দ্বিতীয়বারের মতো টি-২০ বিশ্বকাপ খেলবেন কাটার মাস্টার। ২০১৬ সালের সর্বশেষ টি-২০ বিশ্বকাপে ৩ ম্যাচে উইকেট নিয়েছিলেন ৯টি। কলকাতায় নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট তার ক্যারিয়ার সেরা। পেস বিভাগের মধ্যে এবারই প্রথম টি-২০ বিশ্বকাপ খেলবেন সাইফুদ্দিন ও শরীফুল। রুবেল এবার নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলবেন। ২০০৯ ও ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপ খেললেও ১ উইকেটের বেশি পাননি রুবেল। তাসকিনও তৃতীয়বারের মতো খেলবেন। ডান হাতি পেসার এর আগে ২০১৪ ও ২০১৬ সালে দুবার টি-২০ বিশ্বকাপ খেলেছেন। ২৮ ম্যাচে ১৫ উইকেট নেওয়া তাসকিন টি-২০ বিশ্বকাপে ৫ ম্যাচে মাত্র ২ উইকেট নেন।

মুস্তাফিজের সতীর্থ হিসেবে নতুন বলে শরীফুল ও সাইফুদ্দিন সঙ্গী হবেন। দুজনই প্রথমবারের মতো খেলবেন টি-২০ বিশ্বকাপ। শরীফুল যুব বিশ্বকাপজয়ী বাংলাদেশের সদস্য। ২০ বছর বয়স্ক বাঁ হাতি পেসার এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়েছেন। সাইফুদ্দিন পুরনো বলে মাহমুদুল্লাহ বাহিনীর মূল ভরসা। রিভার্স সুইংয়ের পাশাপাশি ইয়র্কার লেন্থের বোলিংয়েও যথেষ্ট পারদর্শী। বিশ্বকাপে টাইগারদের অন্যতম ভরসা সাইফুদ্দিন ওমান একাদশের বিপক্ষে ১৬ রানের খরচে নেন ২ উইকেট। ওমানের কুয়াশা ভেজা উইকেটে সাফল্য পাওয়ার তলিকা নিয়ে ডানহাতি পেসার বলেন, ‘চট্টগ্রামে বিপিএল খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়েছি ম্যাচে। কুয়াশায় বোলিং করার অভিজ্ঞতা রয়েছে। সেটা ম্যাচে কাজে লাগিয়েছি। তবে ওমানের উইকেটে প্রথম ৭/৮ ওভার বোলারদের সহায়তা থাকে। শেষ দিকে ব্যাটসম্যানরা সহায়তা পাবেন। তবে ওমানের উইকেটে খেলার সুবিধাটুকু কাজে লাগবে। কারণ, দুটি ম্যাচ আমাদের রাতে।’

সর্বশেষ খবর