বুধবার, ১৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সেমিতে নিষিদ্ধ জিমি

ক্রীড়া প্রতিবেদক

সেমিতে নিষিদ্ধ জিমি

আগামীকাল সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট মেরিনার ইয়াংস ও ঢাকা মোহামেডান। ক্লাবকাপ হকির এ গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না মোহামেডানের  অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। গ্রুপ পর্বে শেষ ম্যাচে পুলিশকে বড় ব্যবধানে হারালেও মাঠে জিমি মেজাজ ঠিক রাখতে পারেননি। প্রতিপক্ষের খেলোয়াড় এমনকি আম্পারের সঙ্গে হট্টগোল করেন। সেমিতে নিষিদ্ধ ছাড়াও জিমিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পুলিশ দলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল সন্ধ্যায় হকি ফেডারেশনের টুর্নামেন্ট কমিটি জিমির ব্যাপারে সিদ্ধান্ত নেয়। ফেডারেশনের সহ-সভাপতি অভিজ্ঞ সংগঠক রশিদ সিকদার মিডিয়াকে জানান, বাইলজ অনুযায়ী জিমি এক বছর নিষিদ্ধ হতে পারতেন। যেহেতু প্রায় সাড়ে তিন বছর হকি মাঠের বাইরে ছিল তাই মানবিক চিন্তা করে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়। মাঠে আম্পারের দেওয়া রিপোর্ট ও ভিডিও ফুটেজ দেখে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। আগামীকাল আরেক সেমিফাইনালে ঢাকা আবাহনী ও সোনালী ব্যাংক মুখোমুখি হবে। গতকাল মেরিনার ১০-০ গোলে সোনালী ব্যাংককে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর