বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
ক্লাব কাপ হকি

ফাইনাল খেলবে কারা

আবাহনী না হয় ফাইনালে গেল। কিন্তু শনিবার শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হয়ে নামবে কে?

ক্রীড়া প্রতিবেদক

ফাইনাল খেলবে কারা

খেলায় কী ঘটবে তা আগাম বলা মুশকিল। তবু ক্লাব কাপ হকিতে ঢাকা আবাহনীর ফাইনালে ওঠা অনেকটা নিশ্চিতই বলা যায়। আজ তাদের প্রতিপক্ষ সোনালী ব্যাংক। অফিস দল হলেও হকিতে সোনালী ব্যাংকের পরিচিতি কম নয়। অনেক তারকা খেলোয়াড় সৃষ্টি হয়েছে এখান থেকে। তবে দলগত বড় কোনো সাফল্য নেই তাদের। মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেরিনার্সের কাছে ০-১০ গোলে হেরেছে। এই দল জায়ান্ট আবাহনীকে হারাবে তা অবিশ্বাসই বলা যায়। যদি ফাইনালে উঠে তা হবে বড় অঘটন।

আবাহনী না হয় ফাইনালে গেল। কিন্তু শনিবার শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হয়ে নামবে কে? এখানেই হিসাব মেলানোটা বড্ড কঠিন। মেরিনার্স লড়বে মোহামেডানের বিপক্ষে। কাগজে-কলমে মোহামেডান শক্তিশালী দল গড়লেও চার ভারতীয় এনে মেরিনার্স ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। মোহামেডানেও রয়েছে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। তারাও ফাইনালে খেলার সামর্থ্য রাখে। সাদা-কালোদের বড় সমস্যাটা হচ্ছে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে নিষিদ্ধ থাকায় অধিনায়ক রাসেল মাহমুদ জিমি খেলতে পারছেন না। জিমির অনুপস্থিতি দলের ওপর প্রভাব পড়বে এ নিয়ে সংশয় নেই। দুই দলের ম্যাচ হবে উত্তেজনাপূর্ণ। মাঠে ও মাঠের বাইরে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে ফেডারেশনের উচিত হবে নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর