বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

রোনালদোর হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক

রোনালদোর হ্যাটট্রিক

২০১৩ সালের পর পুনরায় ইংলিশ প্রিমিয়ার লিগসেরা হন ক্রিস্টিয়ানো রোনালদো। সেপ্টেম্বর সেরা রোনালদো দীর্ঘদিন পর ফিরে ম্যানচেস্টার ইউনাইটেডে দারুণ খেলছেন। দারুণ খেলছেন পর্তুগালের জার্সি গায়ে চড়িয়ে। গোলের পর গোল করে নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। মঙ্গলবার রাতে কাতার বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে লুক্সেমবার্গের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন পাঁচবারের বিশ্বসেরা ফুটবলার ‘সি আর সেভেন’ রোনালদোর। পর্তুগালের পক্ষে তার ১০ নম্বর হ্যাটট্রিকে ৫-০ গোলের বড় জয় পেয়েছে পর্তুগাল। ম্যাচে পর্তুগিজদের পক্ষে বাকি দুই গোল করেন ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও পালিনিয়া। চার দিন আগে বিশ্বকাপের আয়োজক কাতারের বিপক্ষে একাদশে আট পরিবর্তন এনে খেলতে নামে ফার্নান্দো সান্তোসের দল। আক্রমণাত্মক ও গতিশীল ফুটবল খেলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সাবেক ইউরো চ্যাম্পিয়নরা। এই জয়ে ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ‘এ’ গ্রুপে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে পর্তুগাল। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে সার্বিয়া। দলটি একইদিন ৩-১ গোলে হারায় আজারবাইজানকে। সার্বিয়ার শেষ ম্যাচের প্রতিপক্ষ রোনালদো পর্তুগাল। হ্যাটট্রিক করে রোনালদোর গোল ১১৫। দুয়ে থাকা ইরানের আলি দাইয়ির গোল ১০৯।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর